বোর্ডের কাছে অভিযোগ ধোনির

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি সম্প্রসারণ নিয়ে ভারতীয় বোর্ডের কাছে অভিযোগ করলেন মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচ সম্প্রসারণের দায়িত্বে থাকা সংস্থা স্যাটেলাইট আপলিঙ্ক যোগাযোগ না করতে পারায় ম্যাচ প্রায় এক ঘণ্টা পিছিয়ে দিতে হয়েছিল। যে ব্যর্থতাকে ‘‘ক্ষমার অযোগ্য’’ বলছেন ধোনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৬
Share:

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি সম্প্রসারণ নিয়ে ভারতীয় বোর্ডের কাছে অভিযোগ করলেন মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচ সম্প্রসারণের দায়িত্বে থাকা সংস্থা স্যাটেলাইট আপলিঙ্ক যোগাযোগ না করতে পারায় ম্যাচ প্রায় এক ঘণ্টা পিছিয়ে দিতে হয়েছিল। যে ব্যর্থতাকে ‘‘ক্ষমার অযোগ্য’’ বলছেন ধোনি।

Advertisement

ফ্লোরিডায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচের শুরু পঞ্চাশ মিনিট পিছিয়ে দিতে হয়। যদিও সে সময় আবহাওয়া যথেষ্ট ভাল ছিল। এর কারণ সানসেট অ্যান্ড ভাইন নামক সম্প্রসারণ সংস্থা, যারা হোস্ট ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে গেম ফিড দেওয়ার দায়িত্বে ছিল, তারা সিগন্যাল আপলিঙ্ক করতে পারেনি।

‘‘আইসিসির নিয়ম অনুযায়ী ধোনি বলছে, স্যাটেলাইট সিগন্যালের জন্য অপেক্ষা করে না থেকে ম্যাচটা শুরু করে দেওয়া উচিত ছিল। কিন্তু দুটো সংস্থার মত উল্টো ছিল,’’ বলেছেন বোর্ডের এক কর্তা। তিনি জানিয়েছেন, ম্যাচ পিছিয়ে যাচ্ছে শুনে ধোনি বেশ বিরক্ত হয়েছিলেন। তিনি নাকি এটাও বলেছিলেন যে, ম্যাচ এতটা পিছিয়ে গেলে তাতে ফলাফলের উপর খারাপ প্রভাব পড়তে পারে। ধোনি বারবার ব্রডকাস্টারদের বলেন ম্যাচ শুরু করে দিতে। কিন্তু তাদের পক্ষ থেকে ধোনিকে প্রত্যেক বার বলা হয় যে, একটু পরেই টেকনিক্যাল সমস্যা ঠিক হয়ে যাবে। সমস্যাটা যে কী, সেটাও ধোনিকে জানানো হয়নি।

Advertisement

প্রথম টি-টোয়েন্টি হেরে দ্বিতীয় ম্যাচে ভাল জায়গায় ছিল ভারত। কিন্তু ঝড়বৃষ্টির জন্য শেষ পর্যন্ত ম্যাচ ভেস্তে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন