অবসরের প্রশ্নে বিরক্ত ধোনি একহাত নিলেন সাংবাদিকদের

এই মুহূর্তে কলকাতায় রয়েছে পুরো ভারতীয় ক্রিকেট দল। এখান থেকেই বাংলাদেশ উড়ে যাবে এশিয়া কাপ খেলতে। তার মধ্যেই বার বার ঘুরে ফিরে চলে এল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবসরের কথা। যাতে ধোনির সাফ বক্তব্য, বার বার এক প্রশ্ন করে তাঁর সিদ্ধান্ত বদলানো যাবে না। বরং তাঁকে অন্য প্রশ্ন করাই ভাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৪
Share:

এই মুহূর্তে কলকাতায় রয়েছে পুরো ভারতীয় ক্রিকেট দল। এখান থেকেই বাংলাদেশ উড়ে যাবে এশিয়া কাপ খেলতে। তার মধ্যেই বার বার ঘুরে ফিরে চলে এল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবসরের কথা। যাতে ধোনির সাফ বক্তব্য, বার বার এক প্রশ্ন করে তাঁর সিদ্ধান্ত বদলানো যাবে না। বরং তাঁকে অন্য প্রশ্ন করাই ভাল। রবিবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে একই প্রশ্ন শুনে তিনি বলেন, ‘‘আমি একমাস আগে বা ১৫ দিন আগে যেটা বলেছি সেটা পরিবর্তন হয়ে যাবে না। উত্তর একই থাকবে। যদি না আমার কাছে নতুন কিছু জানতে চাওয়া হয়।’’ শুক্রবারই ধোনি এটা পরিস্কার করে দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি যেকোনও সময় অবসর নিতে পারেন। সেটা খুব তাড়াতাড়িই হবে।

Advertisement

তবে এদিন রীতিমতো বিরক্ত দেখাল ধোনি। ঘুরে ফিরে সমালোচনা করে গেলেন সাংবাদিকদের প্রশ্নের। তিনি বলেন, ‘‘যাই হোক সব কিছু নিয়ে ভারতেই প্রশ্ন ওঠে। আমরা যদি খুব সহজে টি২০ বিশ্বকাপ জিতি তাহলে বলা হবে আগেই হতে পারত। যদি ফাইনালে হেরে যাই তাহলে জানতে চাওয়া হবে আমার কি চাপ নিতে পারলাম না। আমরা যদি যোগ্যতা অর্জন না করতে পারি তাহলে প্রশ্ন উঠবে আমাদের চাপ নেওয়ার মতো ক্ষমতা আছে কি না। আমার বিশ্বাস আমি মানুষের মুখ বন্ধ করতে পারব না। তবে প্রশ্ন উঠলে আমি উত্তর দেব।’’

এর পরই খেলায় ফিরলেন তিনি। দল নিয়ে খুশি সেটাও জানিয়ে দিলেন। বলেন, ‘‘আমরা পর পর খেলেছি এটা দলের জন্য ভাল। অস্ট্রেলিয়ায় জেতাটা সহজ ছিল না। তার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলে দল একটা জায়গায় এসেছে।তবে এটা ভাল আমরা পর পর দুটো টি২০ টুর্নামেন্ট খেলেই এশিয়া কাপ খেলতে নামছি। যদি টেস্ট খেলে টি২০ খেলতে হত বা উল্টোটা তাহলে সমস্যা হতেই পারত।’’ সঙ্গে প্রস্তুতির জন্য অনেকটা সময়কেও কাজে লাগিয়েছে দল বলে মনে করছেন অধিনায়ক। ‘‘আমরা চেষ্টা করেছিল সবাইকে খেলিয়ে দেখে নিতে। যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল দল গড়ার জন্য। প্লেয়ারদেরও নিজেদের প্রমাণ করার ছিল। এই দলের মধ্যে সব রকম মশলা রয়েছে বড় টুর্নামেন্ট জেতার। শুধু সবাইকে পিট থাকতে হবে।’’

Advertisement

এই দলের ব্যাটিং অর্ডারে আপাতত পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই মিস্টার কুলের। কোন অর্জারে দল নামবে সেটাও জানিয়ে দিলেন তিনি। ‘‘তিনে বিকাট, তার পর রায়না, যুবরাজ, আমি ছ’য়ে, তার পর জাদেজা ও হার্দিক। তবে আমাদের লক্ষ্য থাকবে মিডল অর্ডারে বড় পার্টনারশিপ করার।’’ এদিকে মহম্মদ সামিকে নিয়েও আশাবাদী ধোনি। এশিয়া কাপে না পেলেও তাঁকে টি২০ বিশ্বকাপ দলে পাওয়া জন্য মরিয়া টিম ম্যানেজমেন্ট। সামি সম্পর্কে ধোনি বলেন, ‘‘সামি এখনও টি২০ দলের বাইরে যায়নি। ও এমন একজন বোলার যে নতুন বল ও ডেথ বল দুটোতেই ভাল বল করতে পারে।যদি ও ফিট হয়ে যায় তাতে দলের শক্তিই বাড়বে। যে কারণেই প্রথমে সামিকে দলে রাখা হয়েছিল। তবে সব পরিস্থিতির জন্যই পরিবর্ত তৈরি রাখতে হবে।’’

ব্রেন্ডন ম্যাকালাম নিয়েই উচ্ছ্বসিত ধোনি। যদিও তাঁর রেকর্ড ব্রেকিং ইনিংস টেলিভিশনের পর্দায় দেখা হয়নি। চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলেছেন। তাই গর্বিত ধোনি। বলেন, ‘‘আমার দেখা হয়নি ওর খেলা। তবে আমি ওর অনেক খেলা দেখেছি। দারুণ ক্রিকেটার। টেস্ট হোক বা একদিনের ম্যাচ এর ব্যাটিং শুরু থেকেই আনন্দ দেয়। আমি ভাগ্যবাণ ওর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করে নিয়েছি এক সময়।’’

আরও খবর

ম্যাকালামের ফ্যান ভিভ রিচার্ডস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন