ফিফাকে তোপ ক্ষুব্ধ মারাদোনার

দুর্নীতির অভিযোগে ছ’বছরের জন্য ব্লাটারকে নির্বাসিত করা হয়েছিল ২০১৫ সালে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৩৮
Share:

ক্ষোভ: ফিফার আচরণ মানতে পারছেন না মারাদোনা। ফাইল চিত্র

আগে বলা হত, নির্বাসিত সেপ ব্লাটারের পরিবর্তে ফিফা প্রেসিডেন্ট হওয়া জান্নি ইনফান্তিনো নাকি দিয়েগো মারাদোনার দারুণ বন্ধু। এ বার সেই তাঁর বিরুদ্ধেও সরব আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার। বলে দিলেন, ইনফান্তিনোর আমলে ফিফা একটুও বদলায়নি।

Advertisement

দুর্নীতির অভিযোগে ছ’বছরের জন্য ব্লাটারকে নির্বাসিত করা হয়েছিল ২০১৫ সালে। তাঁর জায়গায় ২০১৬ সালের নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হন ইনফান্তিনো। মারাদোনার দাবি, এত বড় পরিবর্তন হলেও ফুটবলারদের প্রতি ফিফার ব্যবহার খুব খারাপ। সে কারণেই কিংবদন্তি ফুটবলারদের নিয়ে ফিফা যে পরিকল্পনা করেছিল, সেখান থেকে সরে গিয়েছেন তিনি।

মারাদোনা বলেছেন, ‘‘আমাকে কিংবদন্তিদের দলের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ইনফান্তিনোকে চিঠি লিখে আমি পদত্যাগ করেছি। কারণ ব্লাটার এবং হুলিয়ো গ্রোন্দোনা (আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট) চলে যাওয়ার পরেও ফিফা একটুও বদলায়নি।’’

Advertisement

ফিফার বিরুদ্ধে তাঁর মূল অভিযোগটা কী, সেটাও পরিষ্কার করে দিয়েছেন মারাদোনা। তাঁর মন্তব্য, ‘‘একবার ওরা আমাকে হোটেলে একই রুমে দু’জনের সঙ্গে থাকতে বলল। আমার সঙ্গে ছিল মার্কো (ফান বাস্তেন, প্রাক্তন ডাচ ফুটবলার) ও আর একজন। আমরা যেন কুকুরছানা। যাদের একটু খেতে দিলেই চলবে। আমাদের মতো প্রাক্তনদের সম্মান জানানোর কোনও ইচ্ছেই ওদের মধ্যে দেখিনি। এ জন্যই আমি পদত্যাগ করি। এ বার আমি ফিফার নতুন কীর্তিগুলো একে একে ফাঁস করব।’’ মারাদোনা এমনই বোমা ফাটালেন তাঁর মেক্সিকান ক্লাবের একটি ম্যাচের আগে ডাকা সাংবাদিক বৈঠকে। যেখানে তিনি এখন ম্যানেজারের কাজ করছেন। তিনি ফিফার নতুন ডেপুটি জেনারেল সেক্রেটারি জ়োনমির বোবানকে বক্সিংয়ে চ্যালেঞ্জ জানিয়ে বসলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন