Diego Maradona

মস্তিষ্কে অস্ত্রোপচার সফল, মারাদোনার শারীরিক অবস্থা স্থিতিশীল

৩০ অক্টোবর ৬০তম জন্মদিন পালন করেন আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিধারী। তার পরেই মারাদোনার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ ছড়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

বুয়েনোস এয়ার্স শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ১৬:১৫
Share:

পর্যবেক্ষণে রাখা হয়েছে মারাদোনাকে। -ফাইল চিত্র।

অস্ত্রোপচার সফল দিয়েগো মারাদোনার। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় গত সোমবার লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল মেক্সিকো বিশ্বকাপের মহানায়ককে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পরে মারাদোনার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

Advertisement

৩০ অক্টোবর ৬০তম জন্মদিন পালন করেন আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিধারী। তার পরেই মারাদোনার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ ছড়ায়। মারাদোনার চিকিৎসক লিয়োপোলদো জানিয়েছেন, “মারাদোনার মাথায় রক্ত জমাট বেঁধেছিল। সেটা আমরা সরাতে পেরেছি। অস্ত্রোপচারের পর মারাদোনা এখন ভালই আছেন। ওঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

গত কয়েক বছরে আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়ককে একাধিক বার হাসপাতালে যেতে হয়েছে। গত বছর পাকস্থলীতে অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ২০১৮ সালের বিশ্বকাপে ম্যাচ দেখার সময়েই অসুস্থ হয়ে পড়েন ফুটবলের রাজপুত্র। দু'বার হার্ট অ্যাটাক হয়েছে তাঁর।

Advertisement

আরও পড়ুন: প্লে অফে কার বিরুদ্ধে কে খেলবে, জেনে নিন

দেশের প্রিয় ফুটবল নায়কের অসুস্থতার খবরে হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন তাঁর ভক্তরা। অস্ত্রোপচার সফল হওয়ায় তাঁর ভক্তরা এখন স্বস্তিতে। মহানায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন