সংবর্ধনার জেরে অনুশীলন পিছোচ্ছে দীপার

সংবর্ধনা আর নানা অনুষ্ঠানের জেরে দীপা কর্মকারের পুরোদমে অনুশীলন করার তারিখ বারবার পিছোতে হচ্ছে কোচ বিশ্বেশ্বর নন্দীকে। নভেম্বরের আগে কোনও অবস্থাতেই ছাত্রীকে ফের রিও-পূর্ববর্তী জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারছেন না দ্রোণাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫২
Share:

সংবর্ধনা আর নানা অনুষ্ঠানের জেরে দীপা কর্মকারের পুরোদমে অনুশীলন করার তারিখ বারবার পিছোতে হচ্ছে কোচ বিশ্বেশ্বর নন্দীকে। নভেম্বরের আগে কোনও অবস্থাতেই ছাত্রীকে ফের রিও-পূর্ববর্তী জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারছেন না দ্রোণাচার্য। মঙ্গলবার আগরতলা থেকে ফোনে বিশ্বেশ্বরবাবু বললেন, ‘‘দীপার ফিটনেস ট্রেনিং চলছে। কিন্তু পদকের লক্ষ্যে যে অনুশীলন করতে হয় সেটা নানা অনুষ্ঠানের জন্য পিছিয়ে নভেম্বরে করতে বাধ্য হচ্ছি।’’ অলিম্পিক্সে নামার আগেই দীপাকে ‘ওয়ার্ল্ড ক্লাস জিমন্যাস্ট’ ঘোষণা করেছিল বিশ্ব জিমন্যাস্টিক্স সংস্থা। সেই সম্মান নিতে পুজোর পরই মুম্বইতে যাচ্ছেন ইতিহাস সৃষ্টি করা সোনার মেয়ে। আগরতলায় বেশ কিছু পুজোর উদ্বোধন করবেন তিনি। এসবের মধ্যেই আজ বুধবার ফের সংবর্ধনা নিতে শহরে আসছেন দীপা এবং তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী। সল্টলেকের করুণাময়ীতে সরকারি স্তরের কন্ট্রাক্টরদের একটি সংগঠন দীপার পাশাপাশি রিও অলিম্পিক্সে যোগ দেওয়া বঙ্গসন্তান তিরন্দাজ অতনু দাসকেও সংবর্ধনা জানাবে। ২০২০-র টোকিও অলিম্পিক্সের কথা মাথায় রেখে দীপা এবং অতনুর হাতে তুলে দেওয়া হবে সোনা দিয়ে তৈরি ‘গো ফর গোল্ড’ লেখা একটি স্মারক। তা তুলে দেবেন বদ্রু বন্দ্যোপাধ্যায় ও জয়দীপ কর্মকার। এই অনুষ্ঠানটি শেষ করেই দীপা-বিশ্বেশ্বর বিকেলেই ফিরে যাবেন আগর তলায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement