জোকার-রাজ

চিনের রাজধানীতে ২০১০ থেকে নোভাক জকোভিচের অপরাজিত আখ্যা অটুট থাকল রবিবার। এর মধ্যে বিশ্বের এক নম্বর টেনিস তারকা চিনা ওপেনে তাঁর টানা ষষ্ঠ খেতাব এবং টানা ২৯ ম্যাচ জয় পূর্ণ করে ফেললেন এ দিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৫ ০৪:১৪
Share:

চিনের রাজধানীতে ২০১০ থেকে নোভাক জকোভিচের অপরাজিত আখ্যা অটুট থাকল রবিবার। এর মধ্যে বিশ্বের এক নম্বর টেনিস তারকা চিনা ওপেনে তাঁর টানা ষষ্ঠ খেতাব এবং টানা ২৯ ম্যাচ জয় পূর্ণ করে ফেললেন এ দিন। ফাইনালে আঠাশ বছরের সার্বিয়ান চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে কার্যত উড়িয়ে দেন ৬-২, ৬-২। টেনিসের ওপেন যুগে যাঁরা পরস্পরের বিরুদ্ধে সবচেয়ে বেশি বার (৪৫) মুখোমুখি হলেন। এ দিন নিয়ে শেষ তিন বার জকোভিচ জিতলেও মোট সাক্ষাতে তিনি অবশ্য এখনও ২২-২৩ পিছিয়ে। প্রথম সেটের প্রথম সার্ভিসই ভাঙেন শীর্ষ বাছাই জকোভিচ। দ্বিতীয় সেটে নাদালের সার্ভ প্রথম ভাঙেন তৃতীয় গেমে। এক পরে আর বিপক্ষের দু’টো ম্যাচ পয়েন্ট প্রতিরোধ করা ছাড়া তৃতীয় বাছাই নাদালের পক্ষে বলার মতো কিছু ঘটেনি। ২০১১-র (১০ খেতাব) পরে ২০১৫-ই জকোভিচের পেশাদার ট্যুরে সেরা বছর। বেজিংয়ে তিনি এ মরসুমের অষ্টম ট্রফি জিতলেন। অন্য সাতটা— তিনটে গ্র্যান্ড স্ল্যাম (অস্ট্রেলীয় ও যুক্তরাষ্ট্র ওপেন এবং উইম্বলডন) আর চারটে মাস্টার্স (ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি, মন্টেকার্লো, রোম)। অল্পের জন্য কেরিয়ার তথা ক্যালেন্ডার স্ল্যাম (ফরাসি ওপেন ফাইনালে ওয়ারিঙ্কার কাছে হারের জেরে) করতে না পারলেও ইতিমধ্যেই এ বছরটা বিশ্বের এক নম্বর হিসেবে শেষ করার যোগ্যতা পেয়ে গিয়েছেন জকোভিচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement