বিরাটকে রাগিয়ো না, পরামর্শ ডুপ্লেসির

নিজেদের দেশে আসন্ন দ্বৈরথে অস্ট্রেলিয়া সবার আগে এই প্রশ্নের উত্তর পেতে চাইবে। আর অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে তাদের জন্য একটি পরামর্শ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। তাঁর টোটকা— বিরাটকে একদম রাগিও না। ওকে শান্ত থাকতে দাও। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ০৪:২৯
Share:

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি।

বিরাট কোহালিকে কী ভাবে থামানো সম্ভব?

Advertisement

নিজেদের দেশে আসন্ন দ্বৈরথে অস্ট্রেলিয়া সবার আগে এই প্রশ্নের উত্তর পেতে চাইবে। আর অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠে তাদের জন্য একটি পরামর্শ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। তাঁর টোটকা— বিরাটকে একদম রাগিও না। ওকে শান্ত থাকতে দাও।

কেন এমন উপদেশ দিচ্ছেন তিনি? ডুপ্লেসির পর্যবেক্ষণ, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন কয়েক জন আছে, যারা তীব্র লড়াইয়ের পরিস্থিতিতে খেলতে পছন্দ করে। কোহালি সে রকমই এক জন ক্রিকেটার। যত হাড্ডাহাড্ডি পরিস্থিতি তৈরি হবে, যত ঝামেলা করবে ওর সঙ্গে, তত ওর খেলা খুলবে।’’ দক্ষিণ আফ্রিকায় গিয়ে কোহালি সর্বোচ্চ রান স্কোরারই হয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের মতো অতটা সফল হননি। সেঞ্চুরিয়নে সেঞ্চুরি-সহ তিনটি টেস্টে তাঁর মোট সংগ্রহ ছিল ২৮৬ রান। গড় ছিল ৪৭.৬৬। গত দু’বছরে কোহালি যে রকম স্বপ্নের ফর্মে দৌড়চ্ছেন, তার তুলনায় এটা দারুণ কিছু নয়।

Advertisement

ডুপ্লেসি এখন তাঁদের কোহালি নিয়ে রণনীতি ফাঁস করে বলছেন, ‘‘বিশ্বে দু’এক জন ক্রিকেটার আছে, যাদের নিয়ে আমাদের আলাদা করে আলোচনা করতেই হয়। কোহালি সে রকমই এক জন ক্রিকেটার এবং আমাদের দেশে সিরিজ শুরুর আগে ওকে নিয়ে আলাদা করে আলোচনা করেছিলাম। আমরা সিদ্ধান্ত নিই, ওকে রাগিয়ে তোলার মতো কিছু একদম বলা যাবে না। কারণ, ও ঠিক সেটাই চায়। ঝামেলা করে কোহালিকে কিছু বলা মানে ও আরও ভাল খেলতে শুরু করবে। কেন নিজেরা হাতে করে সেটা তুলে দেব!’’

আরও পড়ুন: ভারতই এগিয়ে ঘোষণা ওয়ার্নের

ইংল্যান্ডে পাঁচ টেস্ট মিলিয়ে ৫৯৩ রান করেন কোহালি। তার পর দেশের মাটিতে ওয়ান ডে সিরিজে টানা তিনটি ম্যাচে সেঞ্চুরি করেন। ডুপ্লেসি বলছেন, ‘‘কোহালি অসামান্য এক ক্রিকেটার। আমরা ঠিক করেছিলাম, ওর জন্য মৌনব্রত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তার পরেও কোহালি রান করে গিয়েছিল। তবু আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকায় দুর্ধর্ষ কিছু করা থেকে ওকে আমরা আটকাতে পেরেছিলাম। একমাত্র সেঞ্চুরিয়ন, যেখানে পিচ মন্থর ছিল, সেখানেই ও সেঞ্চুরি পেয়েছিল।’’ দক্ষিণ আফ্রিকার অধিনায়কের বার্তা, ‘‘প্রত্যেক দলেরই কোহালিকে নিয়ে একটা নিজস্ব রণনীতি থাকে। যেটা তাদের জন্য ভাল কাজ দেয়। আমাদের জন্য সেটা ছিল মৌনব্রত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন