দুই জিদান

রিয়াল মাদ্রিদ ম্যাচের সাইডলাইনে এক জিদান নির্দেশ দিচ্ছেন টিমকে। মাঠে খেলছেন আর এক জিদান। প্রথম জন রিয়াল কোচ জিনেদিন জিদান। দ্বিতীয় জন রিয়াল ফুটবলার এঞ্জো জিদান।

Advertisement
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ০৩:৪৩
Share:

রিয়াল মাদ্রিদ ম্যাচের সাইডলাইনে এক জিদান নির্দেশ দিচ্ছেন টিমকে। মাঠে খেলছেন আর এক জিদান। প্রথম জন রিয়াল কোচ জিনেদিন জিদান। দ্বিতীয় জন রিয়াল ফুটবলার এঞ্জো জিদান। রিয়াল সিনিয়র দলে বুধবার রাতেই অভিষেক ঘটল জিদান-পুত্রের। বাবার মতোই মিডফিল্ডার। ওহিওতে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপ ফ্রেন্ডলিতে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জাঁ-র বিরুদ্ধে প্রথম নামলেন এঞ্জো। যে ম্যাচ রিয়াল ১-৩ হারল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement