নাটকীয় জয় রায়নাদের

তীরে এসেও তরি ডুবল দিল্লি ডেয়ারডেভিলসের। কাজে লাগল না এ বারের আইপিএলে তাদের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্রিস মরিসের দ্রুততম অর্ধশতরানের ইনিংসও (১৭ বলে)। ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৮২ রান করে ম্যাচের সেরা হলেও দলকে শেষ পর্যন্ত জেতাতে পারলেন না মরিস।

Advertisement
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ০৪:২৮
Share:

তীরে এসেও তরি ডুবল দিল্লি ডেয়ারডেভিলসের। কাজে লাগল না এ বারের আইপিএলে তাদের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্রিস মরিসের দ্রুততম অর্ধশতরানের ইনিংসও (১৭ বলে)। ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৮২ রান করে ম্যাচের সেরা হলেও দলকে শেষ পর্যন্ত জেতাতে পারলেন না মরিস।

Advertisement

বুধবার রাতে কোটলায় সুরেশ রায়নার গুজরাত লায়ন্সের কাছে দিল্লি হারল এক রানে। শেষ ওভারে ১৪ রান দরকার ছিল দিল্লির। নাটকীয় পরিস্থিতিতে ব্র্যাভোর বিরুদ্ধে মরিস পাঁচ বলে দশ রান তুললেও শেষ বলে দরকার ছিল চার রান। কিন্তু শেষ বলে দু’রানের বেশি হয়নি। ম্যাচ শেষে মরিস বলেও গেলেন, ‘‘জীবনের সেরা ইনিংস খেলেও হারতে হল।’’

কোটলায় টস জিতে রান তাড়া করার পরিকল্পনা নেয় দিল্লি। গুজরাতের দুই ওপেনার ডোয়েন স্মিথ (৩০ বলে ৫৩) এবং ব্রেন্ডন ম্যাকালাম (৩৬ বলে ৬০) প্রথম উইকেটে সেঞ্চুরি পার্টনারশিপ করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় গুজরাতের ইনিংস ২০ ওভারে শেষ হয় ১৭২-৬।

Advertisement

জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি। মরিসের সঙ্গে তাঁর দেশোয়ালি দুমিনি (৪৩ বলে ৪৮) মিডল অর্ডারে পাল্টা প্রতিরোধ গড়ে তুললেও জয় আনতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement