Dudu Omagbemi

ডার্বির আগেই শহরে পৌঁছে গেলেন ডুডু

আইজলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে আজই শহর ছেড়েছে ইস্টবেঙ্গল। এই আইজল ম্যাচ থেকেই ডুডুর সার্ভিস চাইছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে আগামীকাল দ্বিতীয় উইন্ডো খুললেই তড়িঘড়ি সই করিয়ে আইজল পাঠিয়ে দেওয়া হবে ডুডুকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ১৫:২৪
Share:

ডুডু ওমাগবেমি। ছবি: সংগৃহীত।

লাল-হলুদ সমর্থকদের প্রতিক্ষার অবসান। ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে শহরে চলে এলেন ডুডু ওমাগবেমি। চার্লস ডি’সুজার পরিবর্তে ডুডুকে দলে নিল ইস্টবেঙ্গল। রবিবার দুপুর ১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন ডুডু। লাল-হলুদের নতুন তারকাকে স্বাগত জানাতে এ দিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেশ কিছু লাল-হলুদ সমর্থক।

Advertisement

আইজলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে আজই শহর ছেড়েছে ইস্টবেঙ্গল। এই আইজল ম্যাচ থেকেই ডুডুর সার্ভিস চাইছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে আগামীকাল দ্বিতীয় উইন্ডো খুললেই তড়িঘড়ি সই করিয়ে আইজল পাঠিয়ে দেওয়া হবে ডুডুকে।

তবে আইজল ম্যাচের আগে ডুডুকে দলের সঙ্গে জুড়ে দিলেও ডেভিডদের বিরুদ্ধে জেটল্যাগ কাটিয়ে ডুডু কতটা মাঠে নামতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে।

Advertisement

আরও পড়ুন: হার রোনাল্ডোদের, দূরে সরছে লিগ

আরও পড়ুন: স্যাঞ্চেস নিয়ে মুখে কুলুপ দুই মহা কোচের

কোচ যদি চান তা হলে আইজল ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে দেখা যেতে পারে এই নাইজেরিয়ানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement