ডেনমার্কে আলোর খোঁজে ওরা

অভিজিৎ মান্নার মা তো ভাবতেই পারছেন না, ছেলে বিমানে চেপে ডেনমার্ক যাবে! ইসমাইল সর্দার, ইয়াকুব আলি, সুপ্রিয় ঘোষেদের মায়েরা আবার ছেলেরা বিদেশে যাবে খবরটা শুনে প্রথমে বিশ্বাসই করতে চাইছিলেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৬ ০৪:২৭
Share:

অভিজিৎ মান্নার মা তো ভাবতেই পারছেন না, ছেলে বিমানে চেপে ডেনমার্ক যাবে!

Advertisement

ইসমাইল সর্দার, ইয়াকুব আলি, সুপ্রিয় ঘোষেদের মায়েরা আবার ছেলেরা বিদেশে যাবে খবরটা শুনে প্রথমে বিশ্বাসই করতে চাইছিলেন না।

ওঁরা সবাই যে যৌনকর্মী। সমাজের চোখে অবিচার আর অবহেলার পাত্রী। অথচ সেই মায়েদের ছেলেরাই ফুটবল খেলতে যাচ্ছে বিদেশে। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে। অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করতে চলেছে অভিজিৎ, ইসমাইলরা।

Advertisement

১৯৮২ থেকে ডেনমার্কে এই টুর্নামেন্ট হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুব দল আসে অংশ নিতে। ভারতের অনেক নামী ক্লাবই খেলেছে সেখানে। এ বার ভারত থেকে যাচ্ছে দুর্বার অ্যাকাডেমি। মূলত দুর্বার স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্মরজিৎ জানার উদ্যোগে। অ্যাকাডেমির কোচ বিশ্বজিৎ মজুমদার বললেন, ‘‘ওরা বেশ ভাল খেলছে এখন। কলকাতা লিগেও আমাদের টিম অংশ নেয়। তবে ওদেরও তো ভাল একটা মঞ্চ দরকার ছিল। তাই প্রেসিডেন্টই এই উদ্যোগ নিয়েছেন।’’

২৫-৩০ জুলাই ডেনমার্কে ডানা কাপ চলবে। যে টুর্নামেন্টে অংশ নিতে গেলে ‘অ্যাপিয়ারেন্স ফি’ দিতে হয়। সেই টাকাও দুর্বারকে দিতে হচ্ছে না। কিন্তু বিমান ভাড়া বা অন্যান্য খরচ তো রয়েছে। সে জন্য স্পনসরের খোঁজ চলছে। কুড়ি জন ফুটবলারকে নিয়ে গত দু’সপ্তাহ ধরে বারুইপুরে আবাসিক শিবিরের ব্যবস্থা হয়েছে। সব ঠিকঠাক চললে ষোলো ফুটবলার নিয়ে ডেনমার্কে যাওয়ার কথা দুর্বার কর্তৃপক্ষের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন