Dutee Chand

রাজনীতিতে আসতে চান ভারতের দ্রুততমা দ্যুতি

২৩ বছর বয়সি অগস্টে ইন্ডিয়ান গ্রাঁ প্রি ফাইভ প্রতিযোগিতার ১০০ মিটারে সোনা জিতেছিলেন। তবে দ্যুতিকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে সমলিঙ্গে বিবাহের অধিকার চাওয়া।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৩
Share:

সমলিঙ্গে বিবাহের কথা বলে বিতর্কের জন্ম দিয়েছিলেন দ্যুতি চন্দ। ছবি: রয়টার্স।

রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করলেন ভারতের দ্রুততমা মহিলা দ্যুতি চন্দ। তবে এখনই রাজনীতিতে প্রবেশ করতে চাইছেন না তিনি। অ্যাথলেটিক্স কেরিয়ার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তিনি।

Advertisement

১০০ মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী দ্যুতি টুইট করেছেন, ‘ছোট থেকেই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল। আমার পরিবারও তৃণমূল স্তরের রাজনীতিতে যুক্ত। আমাদের গ্রামের সরপঞ্চ হলেন আমার মা।’ তিনি আরও জানিয়েছেন, ‘প্রশাসক হিসেবে যদি মানুষকে সাহায্য করার কোনও সুযোগ পাই, তবে অবশ্যই করব। তবে তা অ্যাথলিট হিসেবে আমার কেরিয়ার শেষ করার পরই তা সম্ভব।’

অগস্টে ইন্ডিয়ান গ্রাঁ প্রি ফাইভ প্রতিযোগিতার ১০০ মিটারে সোনা জিতেছিলেন ২৩ বছর বয়সি। এই মুহূর্তে দোহায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০০ মিটার দৌড়ে মনঃসংযোগ করছেন দ্যুতি। তার জন্য রাতেও অনুশীলন করছেন তিনি। তবে দ্যুতির ‘খ্যাতি’ অন্য এক বিতর্ককে কেন্দ্র করেও। সমলিঙ্গে বিবাহের অধিকার নিয়ে সরব হয়েছেন তিনি। বান্ধবীকে বিবাহ করতে চাইছেন। ভারতে এখনও পর্যন্ত সমলিঙ্গে বিবাহ আইনসিদ্ধ নয়। এর আগে কোনও ভারতীয় অ্যাথলিট সমলিঙ্গে সম্পর্ক রাখার কথা বলেননি।

Advertisement

আরও পড়ুন: ধারেকাছে নেই ধোনি-সঙ্গাকারা! এশিয়ার সফলতম উইকেটকিপার ব্যাটসম্যান কে জানেন?​

আরও পড়ুন: পিয়ারলেসকে হারিয়ে শীর্ষে মহমেডান স্পোর্টিং, লিগের দৌড়ে সুবিধা পেয়ে গেল ইস্টবেঙ্গল​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন