আই লিগের আগেই ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশি লুকম্যান

ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশির আসা পাকা হয়ে গেল আই লিগের আগেই। ঘানার দ্বিতীয় ডিভিশনে খেলা ব্রাইট লুকম্যান। এই স্ট্রাইকারের সঙ্গে কথা পাকা অনেকদিন আগেই হয়ে গিয়েছিল। কিন্তু ভিসা সমস্যায় আটকে ছিল লুকম্যানের কলকাতায় আসা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৫ ২১:৪১
Share:

ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশির আসা পাকা হয়ে গেল আই লিগের আগেই। ঘানার দ্বিতীয় ডিভিশনে খেলা ব্রাইট লুকম্যান। এই স্ট্রাইকারের সঙ্গে কথা পাকা অনেকদিন আগেই হয়ে গিয়েছিল। কিন্তু ভিসা সমস্যায় আটকে ছিল লুকম্যানের কলকাতায় আসা। ওমলোজার হাত ধরেই আসছেন এই স্ট্রাইকার। ভিসা সমস্যা মিটে গিয়েছে। এখনও দিন নির্ধারিত না হলেও খুব তাড়াতাড়ি চলে আসছেন তিনি। আই লিগের আগে দলের সঙ্গে মানিয়ে নিতেই এই ব্যবস্থা। ইস্টবেঙ্গলের এক নম্বর স্ট্রাইকার রন্টি মার্টিন্স ফর্মে নেই। যে কারণে চতুর্থ বিদেশি হিসেবে স্ট্রাইকারের দিকেই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। ২০১৪-১৫ মরশুমে ৩০ গোল করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement