নতুন প্রস্তাবে শেষ দুই প্রধানের আশা

আলোচনা বা প্রস্তাবে বরফ গলেনি। ফলে একতরফা নোটিস জারি করে দিল ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষ। আই লিগ এবং আই এস এলের সংযুক্তির সম্ভাবনায় জল ঢেলে দিয়ে নতুন সর্বাধিক তিনটি ফ্র্যাঞ্চাইজি টিম নেওয়ার জন্য নিলামের নোটিস প্রকাশ করে দিল আইএমজি রিলায়্যান্স।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০৪:৪৫
Share:

আলোচনা বা প্রস্তাবে বরফ গলেনি। ফলে একতরফা নোটিস জারি করে দিল ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষ।

Advertisement

আই লিগ এবং আই এস এলের সংযুক্তির সম্ভাবনায় জল ঢেলে দিয়ে নতুন সর্বাধিক তিনটি ফ্র্যাঞ্চাইজি টিম নেওয়ার জন্য নিলামের নোটিস প্রকাশ করে দিল আইএমজি রিলায়্যান্স। এবং তাতে বুঝিয়ে দেওয়া হল, আই লিগের কোনও দলকে আইএসএল খেলতে হলে ‘বিড’ করেই ঢুকতে হবে। যে ভাবে তিন বছর আগে এসেছিল আটলেটিকো দে কলকাতা-সহ আটটি দল, সেভাবেই আসতে হবে নতুন টিমকে। পূরণ করতে হবে ফ্র্যাঞ্চাইজি ফি-র পনেরো কোটি টাকা জমা দেওয়া-সহ সব নিয়ম। ফলে আইএসএলে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল।

যে নোটিস বৃহস্পতিবার প্রকাশ করেছেন আইএসএল সংগঠকরা তাতে চমকপ্রদ বিষয় দু’টো। এক) ইস্টবেঙ্গল-মোহনবাগান খেলতে চাইলে তাদের খেলতে হবে কলকাতার বাইরে দুর্গাপুর, শিলিগুড়ি বা কটকের মতো কোনও জায়গায়। এবং দু’বছরের জন্য সেটা কার্যকর হবে। দুই) বেঙ্গালুরু চাইলে খেলতে পারে নিজের মাঠে। আই লিগ চ্যাম্পিয়ন আইজল খেলতে চাইলে পাহাড় থেকে সমতলে নেমে এসে খেলতে হবে তাদের। কারণ যে দশটি শহর থেকে টিম নেওয়া হবে, সেখানে উত্তর-পূর্বাঞ্চলের কোনও শহরের নাম নেই।

Advertisement

আরও পড়ুন: বেঙ্গালুরু-বধ করে জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন সনিদের

আটের বদলে দশ বা এগারো দলের হবে এ বারের আইএসএল। নতুন দু’টি বা তিনটি টিম নেওয়ার জন্য যে-শহরগুলিকে বাছা হয়েছে তাতে রয়েছে আমদাবাদ, হায়দরাবাদ, জামসেদপুর, বেঙ্গালুরু, কলকাতা, কটক, শিলিগুড়ি, দুর্গাপুর, তিরুবনন্তপুরম এবং রাঁচির নাম। টাটা গোষ্ঠীর একটা টিমকে আনার চেষ্টা হচ্ছে। তাদের জন্য তালিকায় জামসেদপুর ও রাঁচির নাম রয়েছে বলে খবর। আজ শুক্রবার থেকেই দেওয়া হবে ফর্ম। জমা দিতে হবে ২৫ মে-র মধ্যে।

নিলামের নোটিসে অবাক নন কলকাতার দুই প্রধানের কর্তারা। মনে হল, তাঁরা জানতেন এটা হচ্ছেই। ইস্টবেঙ্গলের এক শীর্ষকর্তা বললেন, ‘‘ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে নিলামে যাওয়ার প্রশ্নই নেই। কলকাতার বাইরেও আমরা খেলব না এটা আমাদের ক্লাবের সিদ্ধান্ত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement