আইএসএলের দিকে দুই প্রধান

ইন্ডিয়ান সুপার লিগে খেলা নিয়ে দুই প্রধানের গত কয়েক মাসের টানাপড়েন হঠাৎই নাটকীয় মোড় নিল সোমবার। কটকে ডার্বি যুদ্ধের পর দিন যা পরিস্থিতি তাতে, আই লিগ নয় হয়তো এ বারের আইএসএলেই খেলতে দেখা যাবে দুই প্রধানকে।

Advertisement

রতন চক্রবর্তী

শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ০৪:৩৯
Share:

ইন্ডিয়ান সুপার লিগে খেলা নিয়ে দুই প্রধানের গত কয়েক মাসের টানাপড়েন হঠাৎই নাটকীয় মোড় নিল সোমবার। কটকে ডার্বি যুদ্ধের পর দিন যা পরিস্থিতি তাতে, আই লিগ নয় হয়তো এ বারের আইএসএলেই খেলতে দেখা যাবে দুই প্রধানকে। কারণ আইএমজি রিল্যায়ান্সের ডাকা ফ্র্যাঞ্চাইজি নিলামে অংশগ্রহণ করতে পারে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তবে দুই ক্লাবের এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত তাতে যে লিগেই তারা খেলুক এক সঙ্গেই খেলবে। এ জন্য নিলামের কাগজপত্র নিয়ে দু’একদিনের মধ্যেই আলোচনায় বসতে চলেছেন দুই প্রধানের কর্তারা।

Advertisement

ইস্টবেঙ্গল অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তাঁরা বিডের কাগজপত্র তুলছে। মোহনবাগান এখনও সরকারিভাবে এ দিন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘আমরা নিলামের কাগজপত্র তুলছি। দেখতে হবে সেখানে কী কী শর্ত আছে। তবে আমরা যা করব মোহনবাগানকে সঙ্গে নিয়েই করব। আমরা কাগজ তুলে মোহনবাগানকেও দিতে পারি।’’ বিশ্বস্ত সূত্রের খবর, ডার্বির পর সোমবার বিকেল থেকেই নতুন দিকে মোড় নেয় সবকিছু। আইএসএলে খেলার কাগজপত্র তাঁরা তুলছেন, দেবব্রতবাবু এ দিন বিকেলে জানিয়ে দেন মোহনবাগান অর্থ সচিব দেবাশিস দত্তকে। যত দ্রুত সম্ভব এটা নিয়ে আলোচনায় বসার জন্য সবুজ মেরুন কর্তাদের অনুরোধও করেন তিনি। অর্থ সচিব তা জানিয়ে দেন তাঁর ক্লাবের সচিব অঞ্জন মিত্রকে।

ইস্টবেঙ্গল বিড তুলছে আপনারাও কী সেই পথে হাঁটবেন? মোহনবাগান সচিব চূড়ান্ত সিদ্ধান্ত বলতে পারেননি। বলেন, ‘‘কর্মসমিতির সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তার পর ইস্টবেঙ্গলের সঙ্গে আলোচনায় বসব। একটা কিছু তো করতেই হবে।’’

Advertisement

আরও পড়ুন: ওপেন করতে এসে ম্যাচ নিয়ন্ত্রণ করুক গম্ভীর

সচিব এ কথা বললেও, সবুজ মেরুনের বেশির ভাগ কর্তাই চাইছেন আইএসএল খেলতে। তাদের অনেকেই ইস্টবেঙ্গলের সঙ্গে আলোচনা করে নিলামের কাগজ তুলতে চান। কিন্তু প্রশ্ন হল, আইএসএলের বিরুদ্ধে জোট করে যুদ্ধে নামার প্রস্তুতি থেকে হঠাৎ কেন সরে আসতে চাইছে দুই প্রধান? জানা গিয়েছে, আসলে দু’পক্ষই নিজেদের ক্ষতি চাইছে না। আইএসএল কর্তৃপক্ষ যেমন মনে করছেন, দুই প্রধান ছাড়া লিগ জমানো সম্ভব নয়, তেমনই ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের বেশিরভাগ শীর্ষ কর্তার ধারনা লড়াইতে গেলে ক্লাবের অস্তিত্বই বিপন্ন হবে। মুম্বইয়ের খবর, নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ফি দফায় দফায় শোধ করা বা ক্লাবের নাম, জার্সির রং, লোগো অক্ষত রেখেই খেলতে পারবে দুই প্রধান এটা হয়তো মানবে আইএসএল সংগঠকরা। তেমনই দুই প্রধান মানবে, যুবভারতী আতলেতিকো দে কলকাতাকে ছেড়ে দিয়ে সামনের দু’বছরের জন্য ইস্টবেঙ্গল খেলবে শিলিগুড়িতে এবং মোহনবাগান খেলবে দুর্গাপুরে।

এটিকের সঙ্গে ‘এক শহর এক টিম’ এই ফর্মুলায় পাঁচ বছরের চুক্তি রয়েছে আইএমজিআরের। সেটা ২০১৯ সালে শেষ হলে যুবভারতীতে খেলার সুযোগ করে দেওয়া হবে দুই প্রধানকে। অন্যন্য আর্থিক বিষয় বা স্পনসর নিয়েও আলোচনা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন