ইস্ট-মোহনের হয়ে সওয়াল ভাইচুংয়ের

আইএসএলে মোহনবাগান-ইস্টবেঙ্গলকে খেলানোর জন্য ফেডারেশনের সভায় জোরালো সওয়াল করলেন ভাইচুং ভুটিয়া। দুই প্রধানে খেলা, প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুংয়ের যুক্তি দুটো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ০৩:৪৭
Share:

প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং

আইএসএলে মোহনবাগান-ইস্টবেঙ্গলকে খেলানোর জন্য ফেডারেশনের সভায় জোরালো সওয়াল করলেন ভাইচুং ভুটিয়া। দুই প্রধানে খেলা, প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুংয়ের যুক্তি দুটো।

Advertisement

এক) এই দু’দলের বিপুল সংখ্যক সমর্থক মাঠে এলে আইএসএল আরও সাফল্য পাবে। দুই) সাত মাসের লিগ হলে ফুটবলারদের রোজগার শুধু নিশ্চিত হবে না, তিন গুণ বৃদ্ধির সম্ভাবনা। এ দিন ফেডারেশনের কর্মসমিতির সভায় ভাইচুং বলেন, ‘‘ভারতীয় ফুটবলের স্বার্থেই মোহনবাগান-ইস্টবেঙ্গলকে আইএসএলে নিয়ে আসা দরকার।’’

বৃহস্পতিবার নয়াদিল্লির ফুটবল হাউস-এ এই বৈঠকে হাজির ছিলেন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল, সচিব কুশল দাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত-সহ শীর্ষকর্তারা। তাঁদের সামনে এআইএফএফের টেকনিক্যাল কমিটি প্রধান ভাইচুং এই প্রস্তাব দিলেও কার্যকর করতে কতটা পথ পেরোতে হবে তার রূপরেখা যদিও পাওয়া যায়নি বৈঠকে। কারণ, আইএসএল খেলতে যে চড়া অঙ্কের ‘অ্যাপিয়ারেন্স ফি’ দিতে হবে তাতে সম্মত হয়নি মোহনবাগান-ইস্টবেঙ্গল।

Advertisement

ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কারেরও কিছু প্রস্তাব উঠেছে। যাতে হয়তো সিলমোহর পড়বে ডিসেম্বরে ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায়। নতুন প্রস্তাব অনুযায়ী, এ বার থেকে ফেডারেশনের কর্মসমিতিতে থাকবেন দেশের একজন প্রাক্তন ফুটবলার। তবে তাঁকে সেই কমপক্ষে পঁচিশটা আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। দেশের মহিলা ফুটবলকে প্রসারিত করতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টের সংখ্যা পাঁচ থেকে বেড়ে হচ্ছে ছয়। স্বভাবতই সেই বাড়তি ভাইস প্রেসিডেন্ট হবেন একজন মেয়ে। এ ছাড়া ফিফার নির্দেশ মেনে রেলওয়ে, সার্ভিসেসের মতো অফিস সংস্থার ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রস্তাবও ওঠে। ভোটাধিকার কেড়ে তাদের অ্যাসোসিয়েট সদস্য রাখার পরিকল্পনা কর্তাদের। যাতে ওএনজিসি, এয়ার ইন্ডিয়াকেও সামিল করার পরিকল্পনা। এবং ভবিষ্যতে অ্যাসোসিয়েট সদস্যদের নিয়ে পৃথক লিগের পরিকল্পনাও ফেডারেশনের। স্পোর্টিং ক্লুব, আই লিগে ফেরানোর ব্যাপারে খতিয়ে দেখতে কমিটি গঠন করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন