আইএসএল ফোরেই ইস্ট-মোহন

আটলেটিকো দে কলকাতার সঙ্গে আইএসএলে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। যুব বিশ্বকাপের বছরেই আইএসএলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে দুই প্রধান। নীতা অম্বানীর কোম্পানি সে ভাবেই একটি প‌্যাকেজ তৈরি করেছে আই লিগে খেলা দলগুলির জন্য। সোমবার ফেডারেশনের সভার শেষে সচিব কুশল দাশ দিল্লি থেকে ফোনে বলে দিলেন, ‘‘কত দল নিয়ে ২০১৭-র আইএসএল হবে সেটা এখন বলা সম্ভব নয়। তবে কলকাতা থেকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান খেলবে সেই মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। আইএমজি রিলায়্যান্স ভাল প্যাকেজই তৈরি করেছে ওদের জন্য।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০৩:৩৫
Share:

আটলেটিকো দে কলকাতার সঙ্গে আইএসএলে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। যুব বিশ্বকাপের বছরেই আইএসএলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে দুই প্রধান। নীতা অম্বানীর কোম্পানি সে ভাবেই একটি প‌্যাকেজ তৈরি করেছে আই লিগে খেলা দলগুলির জন্য। সোমবার ফেডারেশনের সভার শেষে সচিব কুশল দাশ দিল্লি থেকে ফোনে বলে দিলেন, ‘‘কত দল নিয়ে ২০১৭-র আইএসএল হবে সেটা এখন বলা সম্ভব নয়। তবে কলকাতা থেকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান খেলবে সেই মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। আইএমজি রিলায়্যান্স ভাল প্যাকেজই তৈরি করেছে ওদের জন্য।’’

Advertisement

ফেডারেশনের এ দিনের সভা ছিল নিয়মমাফিক বিশেষ সাধারণ সভার আর্থিক বিষয়টি পাস করানোর জন্য। সেখানে বারাসত স্টেডিয়ামের জন্য আইএফএ-কে কুড়ি লাখ টাকা এক বছরের জন্য ধার দেওয়া ছাড়া তেমন কোনও সিদ্ধান্ত হয়নি। তবে ফেডারেশন সচিব জানিয়ে দিয়েছেন, মোহনবাগান কোচ সঞ্জয় সেনের শাস্তি কমানোর আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাপিল কমিটির সভা মার্চের শেষ সপ্তাহে ডাকা হবে। কুশলবাবু বলেন, ‘‘সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা সময় দিলেই সভা হবে। আমরা চেষ্টা করছি ২৯ মার্চের মধ্যে সভা করার।’ ফেডারেশন সূত্রের খবর, সঞ্জয়ের শাস্তি কমতে পারে।

সূত্রের খবর, এ দিন জাতীয় কোচ স্টিভন কনস্ট্যানটাইনকে ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল ফের ধমক দিয়েছেন। বলেছেন, আপনি ভারতীয় ফুটবল নিয়ে উল্টোপাল্টা মন্তব্য বলবেন না। তাতে নাকি স্টিভন কাঁচুমাচু হয়ে পড়েন। ফেডারেশনের নিয়মনীতি না মানার অপরাধে এ দিন হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে সাসপেন্ড করা হয়।

Advertisement

এ দিকে, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আই লিগের ফিরতি ডার্বি ম্যাচের জন্য তৈরি কি না তা দেখতে বৃহস্পতিবার ফেডারেশনের প্রতিনিধিরা যাচ্ছেন। ইস্টবেঙ্গল আবেদন করেছিল ম্যাচ সন্ধ্যা সাতটায় করার জন্য। কিন্তু সরাসরি টিভি সম্প্রচার নিয়ে সমস্যা থাকায় ম্যাচ সাড়ে চারটেয় শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন