অনির্বাণের দায়িত্ব নিল ইস্টবেঙ্গল

বারাসত স্টেশনে মোহনবাগান সমর্থকদের ছোড়া পাথরে মাথা ফেটে যায় তাঁর। সঙ্গে সঙ্গেই মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনির্বাণকে। তাঁর মাথায় সেলাই করে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরে যান লাল-হলুদ সমর্থক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০৪:৪৬
Share:

প্রতীকী ছবি

আহত লাল-হলুদ সমর্থক অনির্বাণ কংসবণিকের চিকিৎসার দায়িত্ব নিল ইস্টবেঙ্গল ক্লাব। বুধবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

Advertisement

গত বৃহস্পতিবার বারাসত স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ আইএফএ শিল্ড ফাইনাল দেখে বালিতে নিজের বাড়ি ফেরার পথে মাথায় পাথরের আঘাত লাগে বছর আঠারোর অনির্বাণের। তাঁর সঙ্গীদের অভিযোগ, বারাসত স্টেশনে মোহনবাগান সমর্থকদের ছোড়া পাথরে মাথা ফেটে যায় তাঁর। সঙ্গে সঙ্গেই মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনির্বাণকে। তাঁর মাথায় সেলাই করে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরে যান লাল-হলুদ সমর্থক।

কিন্তু সোমবার থেকে পরিস্থিতি জটিল হতে শুরু করে। সঙ্কটজনক অবস্থায় প্রথমে অনির্বাণকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তাঁর মাথায় স্ক্যান করে দেখা যায়, রক্ত জমাট বেঁধে রয়েছে। সঙ্গে সঙ্গে অনির্বাণকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু সেখানে জানানো হয়, মঙ্গলবারের আগে চিকিৎসা শুরু করা যাবে না। এর পরে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে। কিন্তু সেখানে জায়গা না পাওয়া যাওয়ায় ভর্তি করা হয় তপসিয়ার কাছে একটি নার্সিংহোমে।

Advertisement

বুধবার সন্ধ্যায় অস্ত্রোপচার করা হয়। অনির্বাণের এক বন্ধু জানালেন, অস্ত্রোপচার সফল। তবে পর্যবেক্ষণের জন্য রাখা হচ্ছে আইসিইউ-তে। অস্ত্রোপচার শুরু হওয়ার আগেই ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তারা নার্সিংহোম গিয়ে চিকিৎসার যাবতীয় খরচ বহনের আশ্বাস দেন। মোহনবাগানের এক কর্তাও ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সাহায্য করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement