সদস্য কার্ড নিয়ে কড়া ইস্টবেঙ্গল

শুক্রবার লাল-হলুদ তাঁবুতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব সচিব কল্যাণ মজুমদার জানিয়ে দেন, ‘‘এ বার থেকে এক সদস্যের কার্ড নিয়ে অন্য কেউ অতীতের মতো মাঠে ঢুকতে পারবেন না। কোনও সদস্যের পরিবার বা আত্মীয়-বন্ধুরা ম্যাচ দেখতে চাইলে ক্লাব থেকে  বিশেষ আমন্ত্রণপত্র সংগ্রহ করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০৪:৫৮
Share:

আসন্ন কলকাতা লিগে সদস্য গ্যালারিতে অবাঞ্ছিত ঘটনা রুখতে কড়া হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। এ বার থেকে যাঁর নামে সদস্য কার্ড তিনি ছাড়া অন্য কেউ সেই কার্ড নিয়ে মাঠে ঢুকতে পারবেন না।

Advertisement

শুক্রবার লাল-হলুদ তাঁবুতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব সচিব কল্যাণ মজুমদার জানিয়ে দেন, ‘‘এ বার থেকে এক সদস্যের কার্ড নিয়ে অন্য কেউ অতীতের মতো মাঠে ঢুকতে পারবেন না। কোনও সদস্যের পরিবার বা আত্মীয়-বন্ধুরা ম্যাচ দেখতে চাইলে ক্লাব থেকে বিশেষ আমন্ত্রণপত্র সংগ্রহ করতে হবে। যার প্রতি ম্যাচে মাথা পিছু মূল্য ৫০ টাকা।’’ সদস্য কার্ডের স্পনসরও পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। ১ অগস্ট ইস্টবেঙ্গলের ৯৯তম প্রতিষ্ঠা দিবস। সে দিন বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্লাবের তরফে ‘ভারত গৌরব’ সম্মান প্রদান করা হবে অলিম্পিয়ান গুরবক্স সিংহকে। জীবনকৃতি সম্মান পাবেন ইস্টবেঙ্গলের দুই প্রাক্তন সুনীল ভট্টাচার্য এবং সুরজিৎ সেনগুপ্ত। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাবেন মহম্মদ আল আমনা। আগামী বছর ক্লাবের শতবর্ষ। সেই উপলক্ষ্যে ইস্টবেঙ্গলকে নিয়ে তথ্যচিত্র বানাচ্ছেন চিত্রপরিচালক গৌতম ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন