ম্যান সিটির প্লেয়ার চাইছে ইস্টবেঙ্গল

ম্যাঞ্চেস্টার সিটিতে খেলা সাইমন কলোসিমোকে দলে নেওয়া নিয়ে কথাবার্তা অনেকটা এগোল ইস্টবেঙ্গলের। অস্ট্রেলীয় প্লেয়ারের সঙ্গে সে দেশে বসেই কথা চালাচ্ছেন কোচ ট্রেভর জেমস মর্গ্যান। কলোসিমো সাউথ মেলবোর্ন ছাড়া মর্গ্যানের কোচিংয়ে খেলেছেন ডেম্পোতেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ০৯:২২
Share:

ম্যাঞ্চেস্টার সিটিতে খেলা সাইমন কলোসিমোকে দলে নেওয়া নিয়ে কথাবার্তা অনেকটা এগোল ইস্টবেঙ্গলের। অস্ট্রেলীয় প্লেয়ারের সঙ্গে সে দেশে বসেই কথা চালাচ্ছেন কোচ ট্রেভর জেমস মর্গ্যান। কলোসিমো সাউথ মেলবোর্ন ছাড়া মর্গ্যানের কোচিংয়ে খেলেছেন ডেম্পোতেও। অবশ্য সেই মরসুমে ডেম্পো দ্বিতীয় ডিভিশনে নেমে যায়। ঝকঝকে বায়োডাটার সেন্টারব্যাক অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতে ২৬ ম্যাচ খেলেছেন। এখন বাধা বলতে শুধু তাঁর বয়স। কলোসিমোর বয়স ৩৭। নব্বই মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যও বললেন, ‘‘কোচ কাউকে চাইলে তা নিয়ে তিনিই কথা বলবেন। আমরা এখনও কাউকে চূড়ান্ত করিনি।’’ কলোসিমোর সঙ্গে উঠে আসছে মর্গ্যান জমানায় ব্যর্থ বরিসিচের নাম। ইতিমধ্যে ডু ডং সই করে ফেলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement