আইজলকে ভাঙাতে তাস খালিদ

পড়শি ক্লাবে যখন এরকম আবহ তখন, ইস্টবেঙ্গল তাঁবু জমজমাট। কোচ নির্বাচন, মোহনবাগানের ব্রাজিলিয়ান ফিজিওকে তুলে নেওয়ার পর ইস্টবেঙ্গল কর্তারা তাদের টিমের একটা প্রাথমিক তালিকা প্রকাশ করে দিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ০৫:৫৬
Share:

মোহনবাগান তাঁবু বুধবার বিকেলে ছিল শুনশান, দরজা বন্ধ। লনে এবং ক্লাবের বেঞ্চিতে ছড়িয়ে ছিটিয়ে কিছু হতাশ কর্মী ও সদস্য।

Advertisement

পড়শি ক্লাবে যখন এরকম আবহ তখন, ইস্টবেঙ্গল তাঁবু জমজমাট। কোচ নির্বাচন, মোহনবাগানের ব্রাজিলিয়ান ফিজিওকে তুলে নেওয়ার পর ইস্টবেঙ্গল কর্তারা তাদের টিমের একটা প্রাথমিক তালিকা প্রকাশ করে দিলেন। সেই তালিকায় অধিনায়ক অর্ণব মণ্ডল, মহম্মদ রফিক, গুরবিন্দর সিংহ, কেভিন লোবো, অবিনাশ রুইদাসের মতো ফুটবলারের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করে দেওয়া হল লাল-হলুদের পক্ষ থেকে। সঙ্গে আইজল এফ সি-র বিদেশি ফুটবলার মামুদ আমনার পাশাপাশি আরও দুই ফুটবলার লালরামচুলোকা ও ব্র্যান্ডন ভাললানরেমডিকাকে নেওয়ার কথাও বলা হল। পাশাপাশি কেরলেও দুই ও ইস্টবেঙ্গলের জুনিয়র টিমের সাত ফুটবলারের নামও তুলে দেওয়া হল নতুন কোচ খালিদ জামিলের হাতে।

আইএসএলের সঙ্গে যুদ্ধে পেরে ওঠা যাবে না ধরে নিয়ে আগেভাগেই ঘর গুছিয়ে ফেলেছে লাল-হলুদ শিবির। ক্লাবের শীর্ষ কর্তা দাবি করলেন, ‘‘জনা পাঁচ-ছয় স্বদেশী আর জনা চারেক ভাল বিদেশি নেব। আমাদের টিম তৈরি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement