Sports News

আই লিগে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ১২ ফেব্রুয়ারি

৭ জানুয়ারি জোড়া ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে এ বারের আই লিগ। প্রথম দিনই ঘরের মাঠে লাজংয়ের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। অন্য ম্যাচে আইজল এফসির ঘরের মাঠে নামবে ইস্টবেঙ্গল। ৮ জানুয়ারি নামছে মোহনবাগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ২২:৪৬
Share:

৭ জানুয়ারি জোড়া ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে এ বারের আই লিগ। প্রথম দিনই ঘরের মাঠে লাজংয়ের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। অন্য ম্যাচে আইজল এফসির ঘরের মাঠে নামবে ইস্টবেঙ্গল। ৮ জানুয়ারি নামছে মোহনবাগান। এই দিন তিনটি ম্যাচ থাকছে। মোহনবাগান খেলবে ঘরের মাঠে। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। ১২ ফেব্রুয়ারি আই লিগের প্রথম ডার্বি খেলা হবে। ইস্টবেঙ্গলের হোম ম্যাচ খেলা হবে শিলিগুড়িতে।

Advertisement

আরও খবর:- বেঙ্গালুরু এফসিতে লেনি রডরিগেজ

এর মধ্যেই এ বার যুবভারতী না থাকায় মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুটো ভিন্ন ভেন্যুতে খেলবে। মোহনবাগানের হোম গ্রাউন্ড হচ্ছে রবীন্দ্র সরোবর ও ইস্টবেঙ্গলের বারাসত স্টেডিয়াম। মোহনবাগান ডার্বি খেলবে গুয়াহাটিতে।

Advertisement

তবে এই আই লিগের বিশেষত্ব ১০টি টিমের ন’টি ভেন্যু। অতীতে কখনও এমনটা হয়নি। এমনও হয়নি ১০টি দলের মধ্যে আটটি দলই আটটি ভিন্ন রাজ্যের। যখন ১৪টি দলের আই লিগ হয়েছে তখনও দেখা গিয়েছে কলকাতার চারটি দল, গোয়ার চারটি দল। এ বার ১০টি দল নিয়ে দেশের আটটি রাজ্যে ছড়িয়ে পড়তে চলেছে আই লিগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন