ফাইনালে লাল-হলুদ

ডু ডংয়ের পারফরম্যান্সে হতাশ রঞ্জন চৌধুরী। তা সত্ত্বেও কলকাতা লিগের পর আরও একটা ট্রফি জয়ের সামনে পৌঁছল ইস্টবেঙ্গল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১০
Share:

আদিলেজার গোল। বুধবার গুয়াহাটিতে। -রাজীবাক্ষ রক্ষিত

ডু ডংয়ের পারফরম্যান্সে হতাশ রঞ্জন চৌধুরী। তা সত্ত্বেও কলকাতা লিগের পর আরও একটা ট্রফি জয়ের সামনে পৌঁছল ইস্টবেঙ্গল।

Advertisement

বুধবার বরদলৈ ট্রফির সেমিফাইনালে ইস্টবেঙ্গল ১-০ শিলং লাজংকে হারিয়ে ফাইনালে উঠল। তা সত্ত্বেও ডং নিয়ে নিজের ক্ষোভ চেপে রাখতে পারলেন না ট্রেভর মর্গ্যানের অনুপস্থিতিতে লাল-হলুদের স্টপ গ্যাপ কোচ রঞ্জন। বলে দিলেন, ‘‘ডংয়ের কমিটমেন্টের চূড়ান্ত অভাব রয়েছে। ওর জন্য পুরো টিম সমস্যায় পড়ছে।’’

গত বছর কলকাতা লিগের পর থেকেই ডংয়ের পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আই লিগে তাঁকে নিয়ে অনেক সমালোচনাও হয়। এ বার কলকাতা লিগেও তিনি নজর কেড়েছেন, এমনটা বলা যাবে না। গুয়াহাটিতে এসেও ডং-এর খেলায় কোনও জৌলুস নেই। এ দিনের ম্যাচে একমাত্র গোলটি আদিলেজার। বিরতির আগে গোল করেন তিনি।

Advertisement

এ দিনের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন কালাম অ্যাঙ্গাস। তবে ফাইনালে তিনি খেলবেন বলেই দাবি কোচ রঞ্জনের। ফাইনালে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে থ্রি স্টার নেপালের। যারা এ দিন ইউনাইটেড সিকিমকে হারিয়ে ফাইনালে উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement