Sport News

ঘুমোতে পারলেন না উচ্ছ্বসিত শাহরুখ

বাকি তিন ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছে কেকেআর। যা দেখে উচ্ছ্বসিত শাহরুখ খান পর পর দু’টি টুইট করে বসলেন শনিবার রাতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০১৮ ০৪:০০
Share:

—ফাইল চিত্র।

ইডেনে দশ দিন আগে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০২ রানে হারতে হয়েছিল। যার পরে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান টুইট করে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছিলেন।

Advertisement

তার পরে বাকি তিন ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছে কেকেআর। যা দেখে উচ্ছ্বসিত শাহরুখ খান পর পর দু’টি টুইট করে বসলেন শনিবার রাতে। নাইট অধিনায়ক দীনেশ কার্তিক ও সুনীল নারাইনের হাসি মুখের ছবি পোস্ট করে ‘কিং খান’ লিখলেন, ‘এই হাসিটা দেখার জন্যই চব্বিশ ঘণ্টা জেগে রয়েছি। ধন্যবাদ দীনেশ কার্তিক। দুরন্ত ‘ইয়ং ম্যান’ প্রসিদ্ধ কৃষ্ণ। রবিন, আমাদের ফের এক সঙ্গে শরীরচর্চা করতে হবে। লিন দুর্দান্ত। সুনীল, দারুণ লাগছে। ঘুমোতে পারছি না।’

এর কিছু পরেই কেকেআরের পতাকা নিয়ে এভারেস্টে উঠতে চলা সমর্থক ওয়াংদি ভুটিয়ার ভিডিও পোস্ট করে শাহরুখের দ্বিতীয় টুইট, ‘ধন্যবাদ ওয়াংদি ভুটিয়া। কেকেআর পরিবার তোমার সাফল্যের জন্য প্রার্থনা করবে। আমরাও তোমার মতো সাহসী হতে চেষ্টা করব।’

Advertisement

হায়দরাবাদকে পাঁচ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে নাইটদের অধিনায়ক দীনেশ কার্তিক বলছেন, ‘‘প্লে-অফ আজ নিশ্চিত হওয়ায় ভাল লাগছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ঠিক সময়ে আমরা জ্বলে উঠতে পেরেছি।’’

ম্যাচ সেরা ক্রিস লিন আবার সুনীল নারাইনের সঙ্গে ওপেনিং জুটি বেশ ভাল রকম উপভোগ করছেন। তাঁর কথায়, ‘‘বিগ ব্যাশে উইকেট দ্রুতগতির হয়। তাই এখানে খাপ খাওয়াতে একটু সময় লেগেছে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘ সুনীল (নারাইন) ব্যাট হাতে বিস্ফোরণ ঘটাচ্ছে। ও একাই বিপক্ষের ছন্দটা নষ্ট করে দেয়। ম্যাচ আমাদের দিকে নিয়ে আসে। আর এ ভাবেই খেলে যেতে চাই আমরা। আমাদের লক্ষ্য এখন বড় জুটি তৈরি করা।’’

লিনের মতোই শনিবার ব্যাট হাতে ঝোড়ো ৪৫ রান করেছেন রবিন উথাপ্পা। প্লে-অফে উঠে তাঁর প্রতিক্রিয়া, ‘‘হারের চিন্তা মাথাতেই ছিল না। ১৪ ওভারে হায়দরাবাদ ১৪৪ করার পরে আমাদের বোলাররা দারুণ খেলে ওদের ১৭২ রানে আটকে দিয়েছিল। পর পর কয়েকটি ম্যাচে দলের প্রয়োজনে রান করে ভাল লাগছে। প্লে-অফেও রান করতে চাই। আশা করছি, রবিবার পঞ্জাবও ভাল করবে। দেখা যাক কী হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন