পরের রবিবারও ইডেনে ফের ব্রেথওয়েট

ইডেনে তাঁর ম্যাচ জেতানো চার ছক্কায় হইহই পড়ে গিয়েছে। রবিবার ক্যারিবিয়ানদের বিশ্বজয় দেখে বাড়ি ফেরার পথে কলকাতার ক্রিকেট জনতা গভীর রাতেও মজে কার্লোস ব্রেথওয়েটে। ফের কবে ইডেনে এ রকম অতিমানবিক ব্রেথওয়েট-ইনিংস হবে তা নিয়েও জানতে চাইছিলেন কেউ কেউ। ক্রিকেট ফ্যানরা শুনলে খুশি হবেন, এই উইকএন্ডেই ইডেনে ফের ব্রেথওয়েট শো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০৩:২০
Share:

ইডেনে তাঁর ম্যাচ জেতানো চার ছক্কায় হইহই পড়ে গিয়েছে। রবিবার ক্যারিবিয়ানদের বিশ্বজয় দেখে বাড়ি ফেরার পথে কলকাতার ক্রিকেট জনতা গভীর রাতেও মজে কার্লোস ব্রেথওয়েটে। ফের কবে ইডেনে এ রকম অতিমানবিক ব্রেথওয়েট-ইনিংস হবে তা নিয়েও জানতে চাইছিলেন কেউ কেউ। ক্রিকেট ফ্যানরা শুনলে খুশি হবেন, এই উইকএন্ডেই ইডেনে ফের ব্রেথওয়েট শো। আগামী রবিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে ইডেনে প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। যে দলে রয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। সুতরাং আইপিএল খেলতে ইডেনে ফের নামবেন ব্রেথওয়েট। অপেক্ষা আর মাত্র ছ’টা দিনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement