ইডেনেই হয়ত প্রথম দিন-রাতের টেস্ট

ইঙ্গিত দু’দিন আগেই দিয়ে দিয়েছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রথম ডে-নাইট টেস্ট হতে চলেছে কলকাতাতেই। সেটা স্পষ্ট করে না বললেও তিনি বুঝিয়ে দিয়েছিলেন তার জন্য প্রস্তুতি নিতে শুরু দিচ্ছে সিএবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ২০:৩১
Share:

ইঙ্গিত দু’দিন আগেই দিয়ে দিয়েছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রথম ডে-নাইট টেস্ট হতে চলেছে কলকাতাতেই। সেটা স্পষ্ট করে না বললেও তিনি বুঝিয়ে দিয়েছিলেন তার জন্য প্রস্তুতি নিতে শুরু দিচ্ছে সিএবি। সেই মতো স্থানীয় সুপার কাপের ফাইনাল ম্যাচ গোলাপি বলে ডে-নাইটে করার মঞ্চও তৈরি করে ফেলেছে ইডেন গার্ডেন।

Advertisement

বৃহস্পতিবার বিসিসিআই ২০১৫-১৬ মরসুমের সূচি ঘোষণা করতেই সেই সম্ভবনা উজ্জ্বল হয়ে উঠল আরও একবার। নিউজিল্যান্ডের বিরুদ্ধেই নভেম্বরে তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা ভারতের। যার একটি ম্যাচ ডে-নাইট হবে বলে আগেই জানা ছিল। নিউজিল্যান্ডের সম্মতির অপেক্ষায় ছিল বিসিসিআই। সম্মতি আসতেই পুরো বছরের হোম সিরিজের কথা ঘোষণা করে দেওয়া হল। যেখানে নিউজিল্যান্ড-ভারত সিরিজের একটি ম্যাচ হবে কলকাতায়। বাকি দু’টি কানপুর ও ইনদৌরে। যা খবর তাতে কলকাতার ম্যাচটিই হবে ডে-নাইট। সিএবির তরফে নাম না করে এক সিনিয়র কর্তা এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন।

আরও খবর

Advertisement

ভারতের প্রথম ডে-নাইট টেস্ট পেতে মরিয়া ইডেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement