এই বয়সেই নেমারকে ছাপিয়ে সেরা এমবাপে, মত বিশ্বকাপজয়ী এডমিলসনের

শেষ বার যখন বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, সেই দলের অন্যতম ফুটবলার ছিলেন তিনি। এখন ফরাসি লিগ ওয়ানের অ্যাম্বাসাডর। বিকেটি লিগ কাপ ফাইনাল শুরুর আগে ফুটবল আড্ডায় পাওয়া গিয়েছিল ব্রাজিল, বার্সেলোনা, অলিম্পিক লিয়ঁর এই প্রাক্তন ফুটবলারকে। যেখানে দোভাষীর মাধ্যমে প্রশ্নের জবাব দিলেন এডমিলসন। উঠে এল নেমার-এমবাপে তুলনা থেকে শুরু করে বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার কথাও।বিকেটি লিগ কাপ ফাইনাল শুরুর আগে ফুটবল আড্ডায় পাওয়া গিয়েছিল ব্রাজিল, বার্সেলোনা, অলিম্পিক লিয়ঁর প্রাক্তন ফুটবলারকে। যেখানে দোভাষীর মাধ্যমে প্রশ্নের জবাব দিলেন এডমিলসন।

Advertisement

কৌশিক দাশ

লিল শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০৫:৪০
Share:

এডমিলসন

প্রশ্ন: আপনি প্রথমে বলেছিলেন, বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জারমাঁয় এসে ভুল করেছে নেমার। এখনও কি তাই বলবেন?

Advertisement

এডমিলসন: ভুল করেছে, ঠিক এই ভাবে বলতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম, নেমার ক্লাব বদলানোর সময়টা ভুল বেছেছিল। সব কিছু করার একটা সময় আছে। এই যেমন আমি এখন অন্য কিছু করতে পারতাম, কিন্তু করাটা ঠিক হবে না। কারণ এখন সাক্ষাৎকার দিতে বসেছি!

প্র: নেমার সময়টা ভুল বেছেছিল, বলছেন কেন?

Advertisement

এডমিলসন: বিশ্বকাপের আগে নতুন ক্লাবে যাওয়াটা সব সময় চাপের (নেমার ক্লাব বদলেছিলেন ২০১৭ সালের অগস্টে)। মাঝে মাঝে ফুটবলাররা বুঝতে পারে না, ভুল সিদ্ধান্ত কী ভাবে কেরিয়ারকে প্রভাবিত করে। তবে পিএসজি-তে আসাই ভুল হয়েছে, এটা আমি বলতে চাইছি না। নেমার যদি রিয়াল মাদ্রিদ বা ম্যাঞ্চেস্টারে যেত, তা হলেও একই কথা বলতাম। ক্লাব বদলানোর সময়টা ঠিক ছিল না।

প্র: নেমারের থেকে এখন আপনি কী আশা করেন?

এডমিলসন: নেমারের প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু গত দুই মরসুমে চোটের জন্য সব চেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় খেলতে পারেনি। তবে এই ধরনের ফুটবলাররা কিন্তু দারুণ ভাবে ফিরে আসে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

প্র: একই দলের হয়ে খেললেও নেমার বনাম কিলিয়ান এমবাপের মধ্যে শ্রেষ্ঠত্বের একটা লড়াই তো আছেই। আপনার চোখে এই মুহূর্তে ফরাসি লিগের সেরা ফুটবলার কে?

এডমিলসন: আজকের দিনে দাঁড়িয়ে বলব, ফরাসি লিগে সেরা ফুটবলারের নাম এমবাপে। ওর বয়স অল্প, বিশ্ব চ্যাম্পিয়ন, দুরন্ত গতি। ধারাবাহিক ভাবে গোল করে চলেছে। অন্য পর্যায়ের খেলা খেলছে। এমবাপে, নেমার, কাভানিদের জন্য ফরাসি লিগে আবার সুদিন ফিরে আসবে।

প্র: পিএসজির হয়ে নেমার কি কোনও দিন ব্যালন ডি’ওর জিততে পারবেন?

এডমিলসন: ব্যালন নিয়ে এখন ভাবার কোনও জায়গা নেই। আগে তো নেমারকে চোট সারিয়ে ফিরে আসতে হবে, খেলতে হবে, গোল করতে হবে। সেটা যদি পারে, তা হলে বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে জায়গা করে নিতে পারবে। এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ হল, পিএসজির হয়ে একটা পুরো মরসুম খেলতে হবে নেমারকে।

প্র: এমবাপেকে আপনি নেমারের চেয়ে এগিয়ে রাখছেন। কোনও দিন কি লিয়োনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে যেতে পারবেন কুড়ি বছরের এই ফরাসি ফরোয়ার্ড?

এডমিলসন: এমবাপের বয়স খুবই কম। নিঃসন্দেহে এই বয়সেও এমবাপে অসাধারণ প্রতিভার ছাপ রেখে যাচ্ছে। কিন্তু গত ১০ বছর ধরে মেসি এবং রোনাল্ডো যা করেছে, তা এক কথায় অবিশ্বাস্য। এমবাপেকে এখনই ওই দুই কিংবদন্তির সঙ্গে তুলনা করা যায় না। করার কোনও যুক্তি নেই।

প্র: ব্রাজিল শেষ বিশ্বকাপ জিতেছিল আপনার সময়। সেই ২০০২ সালে। নেমার এবং এই প্রজন্মের ফুটবলাররা কি ব্রাজিলকে আবার বিশ্বকাপ এনে দিতে পারবেন?

এডমিলসন: ব্রাজিলের মানুষের মতো আমিও অপেক্ষা করে আছি। প্রায় ২০ বছর হতে চলল আমরা বিশ্বকাপ জিতিনি। ’৯৪, ’৯৮ এবং ২০০২ সালে ফাইনালে উঠেছিলাম। তিন বার ফাইনালে উঠে দুই বার চ্যাম্পিয়ন। খারাপ নয়। বিশ্বকাপ জেতাটা সব ব্রাজিল ফুটবলারেরই স্বপ্ন। আমি তো বলব, ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপ খেলতে নামলে চ্যাম্পিয়ন হওয়াটা কর্তব্যের মধ্যে পড়ে।

প্র: ফরাসি লিগ ওয়ান কি কখনও ইংলিশ প্রিমিয়ার লিগ বা লা লিগাকে ছুঁতে পারবে?

এডমিলসন: ফরাসি ফুটবলের ভাল দিকটা আমাদের তুলে ধরতে হবে। ফ্রান্স বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল। এই দেশে অনেক ভাল, ভাল ফুটবলার আছে। ফ্রান্স থেকে অনেক ফুটবলারই বিদেশে গিয়ে খেলছে। এখানে দুর্দান্ত সব অ্যাকাডেমি আছে। ছোটবেলা থেকেই ইউরোপের বিভিন্ন জায়গায় খেলার জন্য ফুটবলারদের তৈরি করা হয়। লিগ ওয়ানও কিন্তু অসাধারণ হয়ে ওঠার ক্ষমতা রাখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন