স্টিভনকে চাইছেন না ভারতের সফল কোচেরা

স্টিভন কনস্ট্যানটাইনের হাতেই আপাতত সুনীল ছেত্রীদের কোচের দায়িত্বে বহাল রাখতে চাইছে ফেডারেশন। শর্তসাপেক্ষে আরও এক বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করতে চাইছেন এআইএফএফ কর্তারা। যেটা মানতে পারছেন না জাতীয় লিগ ও আই লিগ জয়ী পাঁচ কোচ।স্টিভন কনস্ট্যানটাইনের হাতেই আপাতত সুনীল ছেত্রীদের কোচের দায়িত্বে বহাল রাখতে চাইছে ফেডারেশন। শর্তসাপেক্ষে আরও এক বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করতে চাইছেন এআইএফএফ কর্তারা। যেটা মানতে পারছেন না জাতীয় লিগ ও আই লিগ জয়ী পাঁচ কোচ।

Advertisement
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ০৩:৩৫
Share:


সুভাষ ভৌমিক

Advertisement

কী বলব এই বিষয়ে। ভাইচুং ভুটিয়া কোচ ঠিক করছে, এর পর কি কিছু বলার থাকতে পারে। কোচিং সম্পর্কে ভাইচুংয়ের কী ধারণা আছে? ফেডারেশনের যাঁরা কর্তা হয়ে বসে আছেন তাঁরাই সবটা ভাল জানেন।

Advertisement

সুব্রত ভট্টাচার্য

দিনের পর দিন যাঁরা ব্যর্থ হন। তাঁদেরই আদর করে কোচের পথে বহাল রাখেন ফেডারেশন কর্তারা। কী উদ্দেশ্য কাজ করছে এর পিছনে? এত বিদেশি কোচ তো আনা হল, কী সাফল্য পেয়েছে ভারত? বিগত দিনে ভারতীয় ফুটবল যেটুকু সাফল্য পেয়েছে, সবটাই তো ভারতীয় কোচেদের সৌজন্যে। আর হাস্যকর বিষয়, ভাইচুং ভুটিয়া নাকি কোচ ঠিক করবে? কেন? নর্থ-ইস্ট থেকে ফেডারেশন কর্তারা যাতে সুবিধেগুলো আদায় করতে পারে সে জন্য ভাইচুংকে তোষামোদ করা হচ্ছে?

সঞ্জয় সেন

এক বার যে কোচ ব্যর্থ হয়ে চলে গিয়েছে, তাঁকেই আবার কোচ করে নিয়ে আসা হয়েছিল। তাঁকেই আবার রেখে দেওয়ার কথা বলা হচ্ছে। কেন? এই উত্তর আমি জানি না। ফেডারেশন কর্তারাই বলতে পারবেন। বেশি কিছু বললেই তো আমি দোষী হয়ে যাব।

মনোরঞ্জন ভট্টাচার্য

যে সমস্ত বিদেশি কোচেরা এসেছেন, তাঁরা সবাই তো সাফ কাপই জিতেছে। এর বাইরে তো কোনও সাফল্য নেই। তবু তো ওরাই কোচের পদে থেকে যায়।

আর্মান্দো কোলাসো

কী বলব। বেশি কথা বলি বলেই তো আমি খারাপ হয়ে গিয়েছি। যে সব বিদেশি কোচ আসছেন, তাঁদের সাফল্য ঠিক কী? গত দশ বছরে ভারতের র‌্যাঙ্কিং কোথায় ছিল আর কোথায় গিয়েছে দেখুন। কথা বাড়ালেই বিতর্ক হবে। আর আমার নামের পাশে লাল কালির দাগ পড়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement