ভারত-বাংলাদেশ ম্যাচের মতো শেষ ওভারেই ফয়সলা হল ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের। শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। ১০ রানে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচ জেতা খুব দরকার ছিল ইংল্যান্ডের। আগে তিনটি ম্যাচ জিতে শীর্ষে চলে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে তিন ম্যাচে ইংল্যান্ড দু’টি জয় ও একটি হার নিয়ে ছিল দ্বিতীয় স্থানে। গ্রুপের চতুর্থ ও শেষ ম্যাচ জিতে নিজের কাজ করে রাখল ইংল্যান্ড। এবার তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। ইংল্যান্ড চারটি ম্যাচ খেলে ফেলল। শ্রীলঙ্কা খেলেছে মাত্র তিনটি ম্যাচ। একটি জয় ও দু’টি হার নিয়ে এখনও সুযোগ থাকছে শ্রীলঙ্কার। একই জায়গায় দাঁড়িয়ে এই গ্রুপের দক্ষিণ আফ্রিকাও।
টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ম্যাথুস। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড শ্রীলঙ্কার সামনে ১৭২ রানের টার্গেট রেখেছিল। ওপেন করতে এসে জেসন রয় ৩৯ বলে ৪২ রানের ইনিংস খেলেন। আর এক ওপেনার অ্যালেক্স হেলস কোনও রান না করেই ফেরেন প্যাভেলিয়নে। এর পর জো রুটের ২২ রান সাময়িক ভরসা দেওয়ার পর দলের ব্যাটিংয়ের হাল ধরেন বাটলার। ৩৭ বলে ৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ইয়ন মর্গ্যান ২২ রান করে রান আউট হন। নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ইংল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে জোড়া উইকেট নেন জেফরি ভ্যানডারসে।
জবাবে ব্যাট করতে এসে শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটসম্যানের রান যথাক্রমে ১, ২, ৭, ৩। এর পরই অ্যাঞ্জেলো ম্যাথুস ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। কাপগেদেরার ৩০ ও পেরেরার ২০ রানের ইনিংসের সৌজন্যে জয়ের খুব কাছে পৌঁছে যায় শ্রীলঙ্কা। কিন্তু শেষরক্ষা হল না। ৮ উইকেট হারিয়ে ১৬১ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ইংল্যান্ডের হয়ে ৪টি উইকেট নেন ক্রিস জর্ডন।
আরও খবর
নিউজিল্যান্ড অপরাজিতই, অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের