চোট আতঙ্কে ইংল্যান্ড

বিরাট কোহালিদের বিরুদ্ধে ইডেনে নামার আগে ধাক্কা ইংল্যান্ড শিবিরে। শনিবার প্র্যাকটিসে চোট পেলেন ওপেনার জেসন রয়। অন্য ওপেনার অ্যালেক্স হেলসকে তো চোটের জন্য দেশেই ফিরে যেতে হল এ দিন। কেন্টের ওপেনার স্যাম বিলিংস হয়তো রবিবার ওপেন করবেন তাঁর জায়গায়।

Advertisement
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০৩:৫২
Share:

বিরাট কোহালিদের বিরুদ্ধে ইডেনে নামার আগে ধাক্কা ইংল্যান্ড শিবিরে। শনিবার প্র্যাকটিসে চোট পেলেন ওপেনার জেসন রয়। অন্য ওপেনার অ্যালেক্স হেলসকে তো চোটের জন্য দেশেই ফিরে যেতে হল এ দিন। কেন্টের ওপেনার স্যাম বিলিংস হয়তো রবিবার ওপেন করবেন তাঁর জায়গায়। কিন্তু এই সমস্যা মিটতে না মিটতেই এ বার ফর্মে থাকা জেসনকে নিয়েও সমস্যা। জেসনকে নিয়ে যদিও ইংল্যান্ড শিবির বেশি কিছু বলতে চাইছে না। প্র্যাকটিসের সময় তলপেটে বল লাগে জেসনের। দুপুরে এই জেসনই সাংবাদিকদের বলে যান, ‘‘গত দু’টো ম্যাচেই আমরা ভাল খেলেছি। তিনটে পঞ্চাশ, দুটো সত্তর রানের উপর ইনিংস হয়েছে আমাদের। শেষ ম্যাচটা আর হারতে চাই না। এখন আমাদের মাথায় জেতা ছাড়া কিছু নেই।’’ ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ইডেনেই হেরেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। সে কথা উঠতেই জেসন বলেন, ‘‘সে বার খুব বাজে হেরেছিলাম। ফাইনালে ওঠাটা বড় ব্যাপার ছিল। কিন্তু ফাইনালে হারাটা খুব হতাশাজনক ছিল।’’

Advertisement

এ দিন আবার ইংল্যান্ডের প্র্যাকটিসে হাজির ছিল বেশ কিছু শিশু-কিশোর। দুঃস্থ এই শিশু-কিশোররা এসেছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে। টানা দু’ঘণ্টা প্র্যাকটিসের পরে এদের সঙ্গে মিশে গেলেন ইয়ন মর্গ্যানরা। ক্লান্তিহীন ভাবে টুপি ও নানা উপহার দিলেন মর্গ্যান, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, জস বাটলাররা। ভারতীয় প্র্যাকটিসেও একটা অভিনবত্ব ছিল। কারণ নেট বোলারদের একজন ছিলেন মহম্মদ কাইফ— যিনি আদতে শামির ভাই!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন