আজ যুবভারতীতে ইংল্যান্ডের সামনে মেক্সিকো

কলকাতায় বিশ্বকাপের দ্বিতীয় দিন দেখা যেতে পারে অন্য এক দ্বৈরথ। স্যাঞ্চো বনাম মেক্সিকান মেসির লড়াই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ০৩:৩৭
Share:

মহড়া: যুবভারতীতে অনুশীলনে ইংল্যান্ডের দুই অস্ত্র অ্যাঞ্জেল গোমেজ ও জ্যাডন স্যাঞ্চো। ছবি: সুদীপ্ত ভৌমিক

যুবভারতীর প্রথম ম্যাচে দেখা গিয়েছিল জ্যাডন স্যাঞ্চোর ঝলক। কলকাতায় বিশ্বকাপের দ্বিতীয় দিন দেখা যেতে পারে অন্য এক দ্বৈরথ। স্যাঞ্চো বনাম মেক্সিকান
মেসির লড়াই।

Advertisement

আরও পড়ুন: তিকিতাকার তুফান তুলে ফিরল স্পেন

আগের ম্যাচে ইংল্যান্ড চার গোলে চিলেকে উড়িয়ে দিলেও তাঁদের এ বারের প্রতিপক্ষকে বাড়তি সমীহ করতে রাজি নয় মেক্সিকোর কোচ। আজ, বুধবার মেক্সিকোর লড়াই ইংল্যান্ডের সঙ্গে। তার আগে মেক্সিকোর কোচ মারিও আর্তেয়াগা মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলে গেলেন, ‘‘ইংল্যান্ডের ডিফেন্স এখনও পরীক্ষার মুখে পড়েনি। মেক্সিকোর আক্রমণ কিন্তু যথেষ্ট ভাল। আমরা জানি আমাদের ম্যাচে কী করতে হবে।’’ আর মেক্সিকোর এই আক্রমণের অন্যতম অস্ত্র মেক্সিকান মেসি— দিয়েগো লাইনেজ। অনেকটা মেসির আদলে দেখতে। মেসির খেলার অনুপ্রাণিত, এ কথা আগেও বলেছে ষোলো বছরের এই তরুণ। যাঁকে নিয়ে মেক্সিকান কোচ শুধু বলে গেলেন, ‘‘লাইনেজ অবশ্যই প্রতিভাবান। তবে আমাদের বাকি ছেলেরাও পিছিয়ে নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement