ইউরো ম্যানিয়া। বিরাট যখন জার্মান সমর্থক। ছবি: টুইটার।
জিতল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রত্যাবর্তনে পর্তুগালের সাত গোল। বুধবার রাতে ইউরো ওয়ার্ম ম্যাচে এস্তোনিয়াকে ৭-০ হারাল পর্তুগাল। জোড়া গোল করেন রোনাল্ডো। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডো-হীন পর্তুগাল হারে ০-১। কিন্তু এ দিন দলে রোনাল্ডো ফেরায় ফের ছন্দে ফের্নান্দো সান্তোসের দল। রোনাল্ডো ছাড়াও গোল করেন রিকার্ডো কোয়ারেসমা (২), দানিলো, এডার। ইউরোর প্রথম ম্যাচে পর্তুগালের মুখোমুখি আইসল্যান্ড।
দামি হজসন
ভিসেন্তে দেল বস্কি নন। দিদিয়ের দেশঁ নন। এ বারের ইউরোয় সবচেয়ে দামি কোচ ইংল্যান্ডের রয় হজসন। ইংল্যান্ড কোচের বার্ষিক আয় ৩৫ লক্ষ পাউন্ড। হজসনের পরে রয়েছেন ইতালি কোচ আন্তোনিও কন্তে। যাঁর আয় ৩১ লক্ষ পাউন্ড। তিন নম্বরে তুরস্কের ফাতিহ তেরিম। যিনি পান ২৭ লক্ষ পাউন্ড। তবে রয় হজসন-কন্তেদের বার্ষিক আয় দারুণ এমন কয়েক জন কোচও আছেন যাঁদের কোচের আয় তাঁদের দলের তারকাদের থেকে কম। যেমন ওয়েলস কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেল এক সপ্তাহে যা পান তার অর্ধেকও আয় নয় কোলম্যানের।
ফাব্রেগাসের শপথ
জর্জিয়ার কাছে শেষ ম্যাচে হার। গত বিশ্বকাপে গ্রুপ থেকেই ছিটকে যাওয়া। তাই ইউরো ২০১৬-কেই প্রত্যাবর্তনের মঞ্চ করতে চাইছেন সেস ফাব্রেগাস। স্প্যানিশ মিডফিল্ডার বলছেন, ‘‘ইউরোতে আমাদের ভাল করতেই হবে। প্রমাণ করতে হবে স্পেন কেন দু’বার ইউরো জিতেছিল।’’ ২০০৮ ও ২০১২ চ্যাম্পিয়ন। কিন্তু সেই সোনার দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য জাভি ও জাবি আলোন্সো নেই মাঝমাঠে। তাতেও স্পেন ফেভারিট। ফাব্রেগাস বলছেন, ‘‘ইউরোয় হ্যাটট্রিক করার ক্ষমতা রাখে স্পেন। আমাদের দলে জেতার সেই খিদেটা আছে। আশা করছি আমরা দারুণ পারফর্ম করব।’’
তৈরি হার্ট
প্রতি বার তাদের ফেভারিট ধরা হলেও শেষমেশ হতাশ করে ইংল্যান্ড। কিন্তু রয় হজসনের অধীনে ইংল্যান্ড এখন অনেক পাল্টেছে। আর হ্যারি কেন-ওয়েন রুনিদের সৌজন্যে স্বপ্ন দেখতেই পারে ইংল্যান্ড সমর্থকরা, সেই কথাই জানালেন দলের গোলরক্ষক জো হার্ট। ‘‘আমরা তৈরি আছি। আমাদের দলটা দারুণ। তাই আমরা শনিবারের ম্যাচের জন্য তৈরি।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘প্রতিটা টুর্নামেন্টেই ভাল ফর্মে ছিলাম। এ বারও পরিস্থিতি খুব কঠিন। তাই সব কিছু উজার করে দেব।’’শনিবার ইংল্যান্ডের প্রতিপক্ষ রাশিয়া।
বাংলায় ইউরো
ইউরোয় এ বার অন্য চমক। বাংলায় শুনবেন ইউরোর ধারাভাষ্য। নাকি হিন্দিতে। সোনি নেটওয়ার্কসের সৌজন্যে এ বার পাঁচটা ভাষায় শোনা যাবে ইউরোর ধারাভাষ্য।