ইপিএলে লজ্জার হার গুয়ার্দিওলার

তাঁর কোচিং কেরিয়ারের সবচেয়ে অন্ধকারের দিন। এভার্টনের ঘরের মাঠ বছর শুরুতেই তাঁর লিগ জেতার সমস্ত আশা শেষ করে দিল। তিনি— পেপ গুয়ার্দিওলা। যাঁর ক্যাবিনেটে ভর্তি ট্রফি থাকলেও এই প্রথম তিনি টের পেলেন কোনও বিপর্যয়ের উল্টো দিকে থাকতে কী রকম লাগে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ০৩:২১
Share:

বিধ্বস্ত গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স।

তাঁর কোচিং কেরিয়ারের সবচেয়ে অন্ধকারের দিন। এভার্টনের ঘরের মাঠ বছর শুরুতেই তাঁর লিগ জেতার সমস্ত আশা শেষ করে দিল।

Advertisement

তিনি— পেপ গুয়ার্দিওলা। যাঁর ক্যাবিনেটে ভর্তি ট্রফি থাকলেও এই প্রথম তিনি টের পেলেন কোনও বিপর্যয়ের উল্টো দিকে থাকতে কী রকম লাগে।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো হেভিওয়েট দলের কোচ থাকা স্প্যানিশ কোচ স্বাদ পেলেন চার গোল খাওয়ার যন্ত্রণা। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটিকে ৪-০ হারাল এভার্টন। ফলে শীর্ষে থাকা চেলসির থেকে দশ পয়েন্ট নীচে ম্যান সিটির প্রিমিয়ার লিগ জেতার আশা অলৌকিক এক স্বপ্নের মতোই।

Advertisement

প্রথমার্ধের শুরুর থেকেই গোল উৎসব শুরু হয়। রোমেলু লুকাকুর গোলে ১-০ এগোয় এভার্টন। জবাবে বেশ কয়েকটা সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারেনি ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় এভার্টন। কেভিন মিরালাসের গোলে ২-০ করে এভার্টন। টম ডেভিসের গোলে ম্যাচ এক তরফা লড়াইয়ে পরিণত হয়। স্মরণীয় জয়ে ইনজুরি টাইমে ফিনিশিং টাচটা দেন আদেমোলা লুকম্যান। যাঁর গোলের সৌজন্যে নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ হারের সামনে পড়তে হল গুয়ার্দিওলাকে।

ম্যাচ শেষে রিজার্ভ বেঞ্চে মাথা নিচু করে বসে থাকেন স্প্যানিশ কোচ। মরসুম শুরুতেই বলেছিলেন, ম্যান সিটি দলে আরও বদল করতে হবে। এই হারের পর যদিও ইন্টারনেট জুড়ে ম্যান সিটি ভক্তরা পোস্ট করতে থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement