Football

প্রচুর প্রত্যাশা, কাল ইতালির লিগে অভিষেক রোনাল্ডোর

এর আগে জুভেন্তাসের জার্সিতে খেলেছেন প্রীতি ম্যাচ। সিআর সেভেন শনিবার প্রতিযোগিতা মূলক ফুটবলে অভিষেক ঘটাতে চলেছেন। যা নিয়ে ইতালি ফুটবলমহলে প্রবল উত্সাহ।

Advertisement

সংবাদ সংস্থা

তুরিন শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৮ ১৯:২৬
Share:

রোনাল্ডো কি পারবেন প্রত্যাশা মেটাতে? ছবি: রয়টার্স।

প্রতীক্ষার অবসান। সিরি আ-তে শনিবারই অভিষেক ঘটতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডার। ভেরোনার স্টেডিও বেনটেগোডিতে দুর্বল চিয়েভোর বিরুদ্ধে টানা আটবার লিগ জেতার অভিযান শুরু করছে জুভেন্তাস। আর এই ম্যাচেই ইতালির ঘরোয়া লিগে প্রথমবার নামবেন রোনাল্ডো। যা নিয়ে সমর্থকদের মধ্যে প্রবল উত্সাহ দেখা যাচ্ছে।

Advertisement

পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে এ বারের দলবদলের বাজারে চমকে দিয়েছে জুভেন্তাস। ৩৩ বছর বয়সি পর্তুগিজ তারকা অবশ্য মাঠে নামতে চলেছেন শোকের আবহে। জোনোয়ায় ব্রিজ ভেঙে পড়ে অনেকের মৃত্যু ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে সিরি আ-তে বাতিল হয়ে গিয়েছে সাম্পদোরিয়া-ফ্লোরেন্টিনা ও জেনোয়া-এসি মিলানের খেলা। ওই ঘটনার জন্য এক মিনিট নীরবতাও পালন করা হবে ম্যাচ শুরুর আগে।

এই আবহেই রোনাল্ডোর অভিষেক হতে চলেছে সিরি আ-তে। রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫১ গোল করেছেন সিআর সেভেন। সেজন্যই প্রত্যাশা অনেক। রবিবার প্রি-সিজন ফ্রেন্ডলি ম্যাচে ক্লাবের ‘বি’ দলের বিরুদ্ধে জুভেন্তাসের জার্সিতে প্রথমবার নেমে আট মিনিটের মধ্যে গোল করেছিলেন তিনি। বুধবার জুভেন্তাসের অনূর্দ্ধ-২৩ দলের বিরুদ্ধেও গোল করেছেন তিনি। এ বার প্রতিযোগিতা মূলক ফুটবলে নেমেও তাঁকে গোল করতে দেখার আশায় জুভেন্তাসের সমর্থকরা।

Advertisement

তাঁর উপস্থিতি ইতালির ফুটবলেও বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সেই হতাশা দূরে সরিয়ে রাখতে সিরি আ-তে রোনাল্ডোর খেলার দিকে নজর সবার। ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফ বলেছেন, “রোনাল্ডো এই প্রতিযোগিতার খেলার মান উন্নত করবে। প্রত্যেকেই উপকৃত হবে। রোনাল্ডো আসায় অন্য বড় তারকারাও এ বার আসবে সিরি আ খেলতে।”

আরও পড়ুন: চোট সারেনি, ইংল্যান্ডে টেস্ট সিরিজেই নেই ভুবি

আরও পড়ুন: এশিয়ান গেমসের আকাশে বায়ু দূষণের কালো মেঘ​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন