৭ গোলের ম্যাচে হার লিভারপুলের

চোখমুখে বিস্ময়। মাত্র চোদ্দো মিনিটেই স্বপ্নের জয়কে হারে পাল্টাতে দেখেছেন। নিশ্চিত তিন পয়েন্ট তোলার বদলে শূন্য হাতে ফিরতে হল তাঁকে। তিনি— লিভারপুল কোচ য়ুরগেন ক্লপ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০৩:০৫
Share:

হতাশ য়ুরগেন ক্লপ। ছবি: রয়টার্স

চোখমুখে বিস্ময়। মাত্র চোদ্দো মিনিটেই স্বপ্নের জয়কে হারে পাল্টাতে দেখেছেন। নিশ্চিত তিন পয়েন্ট তোলার বদলে শূন্য হাতে ফিরতে হল তাঁকে। তিনি— লিভারপুল কোচ য়ুরগেন ক্লপ।

Advertisement

গত শনিবার এল ক্লাসিকোর নিষ্প্রাণ ড্রয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির মতো মহাতারকারা যা দিতে পারলেন না, চব্বিশ ঘণ্টার মধ্যে প্রিমিয়ার লিগের সাদামাটা বোর্নমাউথ-লিভারপুল ম্যাচ সেটা দিল— গোল। সাত গোলের থ্রিলারে লিভারপুলকে ৪-৩ হারাল বোর্নমাউথ। তা-ও আবার ১-৩ পিছিয়ে পড়ে।

সাদিও মানে আর ডিভক অরিগির গোলে প্রথমার্ধের শেষে ২-০ এগিয়ে ছিল লিভারপুল। বিরতির পরে পেনাল্টি থেকে ক্যালাম উইলসন ২-১ করেন। যার কিছুক্ষণ পরেই এমরে চ্যান লিভারপুলের তৃতীয় গোলটি করেন। কিন্তু নাটকের এখানেই শেষ নয়। শেষ চোদ্দো মিনিটে তিন গোল করে ম্যাচ জিতে যায় বোর্নমাউথ।

Advertisement

ম্যাচ হেরে য়ুরগেন ক্লপও বললেন এই হার থেকে শিক্ষা নিতে। ‘‘আমাদের শিখতে হবে হারের থেকে। আমি খুশি হব যদি আমার দল জবাবটা দেয় পরের ম্যাচ ভাল খেলে।’’

রবিবার অন্য ম্যাচে এভার্টনের বিরুদ্ধে ১-১ ড্র করল ম্যা়ঞ্চেস্টার ইউনাইটে়ড। ইব্রাহিমোভিচের গোলে ইউনাইটেড ১-০ এগোলেও বেইনস পেনাল্টি থেকে গোল করে এক পয়েন্ট ছিনিয়ে নেন। শনিবার রাতে ওয়েস্ট হ্যামকে ৫-১ হারাল আর্সেনাল। লিগ টেবলের দ্বিতীয়তে আর্সেনাল ও তিনে নামল লিভারপুল। একে চেলসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন