৩০০ গ্র্যান্ডস্লাম ম্যাচ জয়, ফেডেরারের নয়া নজির

গ্র্যান্ড স্লামে ৩০০ ম্যাচ জিতে ফেললেন রজার ফেডেরার। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনে গ্রিগর দিমিত্রভকে হারানোর সঙ্গে সঙ্গেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন তিনি। পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডেও। ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৬-১, ৬-৪।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ১৯:০৫
Share:

গ্র্যান্ড স্লামে ৩০০ ম্যাচ জিতে ফেললেন রজার ফেডেরার। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনে গ্রিগর দিমিত্রভকে হারানোর সঙ্গে সঙ্গেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন তিনি। পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডেও। ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৬-১, ৬-৪। গ্র্যান্ড স্লাম সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড ছিল তাঁরই দখলে। এবার ৩০০ ম্যাচ জয়ের রেকর্ডও হয়ে গেল বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ফেডেরারের। এদিন শুরুটা জয় দিয়ে করলেও দ্বিতীয় সেটে হেরে গিয়েছিলেন তিনি। ৬-৪ এ প্রথম সেট জয়ের পর ৩-৬ এ দ্বিতীয় সেট হেরে যান। এর পরই ঘুরে দাঁড়ানোর শুরু। দিমিত্রভ আর দাঁড়াতেই পারেননি রজারের সামনে। তৃতীয় সেট ৬-১ ও শেষ সেট ৬-৪ এ জিতে রেকর্ড স্পর্শ করলেন তিনি।

Advertisement

আরও খবর: খেলা থামিয়ে আহত বল গার্লের সেবায় সঙ্গা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement