ক্রিকেটের ক্রোড়পতি লিগ: টুকরো খবর 

শাস্তি চান ধওয়নরা, ফিরে গেলেন লুঙ্গি

অতীতে বেশ কয়েকবার তিনি জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে তাঁর আদর্শ ব্রেন্ডন ম্যাকালাম। নিউজিল্যান্ডের সেই ম্যাকালাম আইপিএলে খেলছেন বেদার শহরের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে।

Advertisement
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮ ০৪:৫৯
Share:

ভক্ত: ‘আদর্শ’ ম্যাকালামের সঙ্গে ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি। ছবি: টুইটার

বেদার ইচ্ছাপূরণ

Advertisement

কর্নাটক থেকে উঠে এসে ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন বেদা কৃষ্ণমূর্তি। অতীতে বেশ কয়েকবার তিনি জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে তাঁর আদর্শ ব্রেন্ডন ম্যাকালাম। নিউজিল্যান্ডের সেই ম্যাকালাম আইপিএলে খেলছেন বেদার শহরের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। অবশেষে ম্যাকালামের সঙ্গে শনিবার দেখা হল বেদার। বেদা ইনস্টাগ্রামে জানিয়েছেন, অবশেষে ম্যাকালামের সঙ্গে দেখা হল।

পিতৃহারা লুঙ্গি

Advertisement

আইপিএলের মাঝেই দুঃসংবাদ ধেয়ে এল চেন্নাই সুপার কিংস শিবিরে। শুক্রবার রাতেই প্রয়াত হয়েছেন তাদের দলের বিদেশি ক্রিকেটার লুঙ্গি এনগিডির বাবা জেরোম এনগিডি। শনিবার সকালে এ খবর শুনেই দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনির দলের পেসার। বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে ছয় উইকেট তুলে নিয়ে ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলার দেশের এই ক্রিকেটার। তার পরেই আইপিএল নিলামে লুঙ্গিকে নেয় চেন্নাই সুপার কিংস।

অশ্বিনদের প্রতিবাদ

কাঠুয়ার জঙ্গলে একরত্তি মেয়ে আট বছরের আসিফা বানোকে ধর্ষণ করে হত্যার ঘটনায় উত্তাল দেশ। এ বার তার রেশ গায়ে লাগল আইপিএলেও। টুইট করে নিজের শোকজ্ঞাপন করলেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক আর অশ্বিন। তিনি লিখেছেন, ‘কোথায় যাচ্ছে দেশ। নষ্ট হচ্ছে সম্প্রীতির বাতাবরণ। আসিফার মতো দু’টো ফুটফুটে মেয়ের বাবা হিসেবে ঘটনাটা শোনার পর থেকেই হৃদয় জ্বলছে।’’ সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার শিখর ধওয়নও ক্ষুব্ধ এই ঘটনায়। তাঁর টুইট, ‘ভগবান আসিফাকে শান্তি দিন। যারা এই ঘৃণ্য কাজ করেছে, প্রকাশ্যে তাদেরও তিলে তিলে মারা উচিত। যাতে ওরা বুঝতে পারে, যার উপর এই নারকীয় অত্যাচার হয়, সে কতটা যন্ত্রণা ভোগ করে।’

মেজাজে গেল

কিংস ইলেভেন প়ঞ্জাবের হয়ে এখনও মাঠে নামেননি তিনি। কিন্তু মাঠের বাইরে খুনসুটিতে কোনও বিরাম নেই কিংস ইলেভেন প়ঞ্জাবের ক্যারিবিয়ান ব্যাটিং তারকা ক্রিস গেলের। শনিবার ইনস্টাগ্রামে হোটেল কর্মীর সঙ্গে খোশমেজাজে ভারতীয় কায়দায় প্রণাম করে সম্ভাষণ জানালেন তাঁর ভক্তদের। যা দেখার পরে গেলের ভক্তরাও আবেগপ্লুত। আরসিবি সমর্থকদের আবেদন, পুরনো দলে ফিরে আসার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন