Sports News

জার্মান কোচের অভিযোগের জবাব ফিফা রেফারি হেডের

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের পর পর গোলে হারের মুখ দেখতে হয় জার্মানিকে। ব্রাজিলকে জয়ের জন্য শুভেচ্ছা জানালেও ইউএসএ-র রেফারি জেয়ার মারুফো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ১৮:২৩
Share:

ফিফা রেফারি হেড বুসাকা। ছবি ফিফার সৌজন্যে।

ব্রাজিলের কাছে হেরে রেফারির দিকে আঙুল তুলেছিলেন জার্মান কোচ ক্রিস্টিয়ান উইক। তিনি বলেছিলেন, ‘‘রেফারিই হারিয়ে দিল জার্মানিক। নিশ্চিত দুটো পেনাল্টি দেয়নি।’’ রবিবার উইকেটর এই অভিযোগের পর সোমবার তাঁর অভিযোগের জবাব দিলেন ফিফার রেফারিং হেড মাসিমো বুসাকা। প্রথমার্ধে পেনাল্টি থেকেই গোল করে এগিয়ে গিয়েছিল জার্মানি। কিন্তু দ্বিতীয়ার্ধে ব্রাজিলের পর পর গোলে হারের মুখ দেখতে হয় জার্মানিকে। ব্রাজিলকে জয়ের জন্য শুভেচ্ছা জানালেও ইউএসএ-র রেফারি জেয়ার মারুফো। এদিন ফিফা রেফারি হেড বলেন, ‘‘যারা এই ম্যাচ দেখেছে তারা কারও কথা না শুনে নিজের দেখাটাকেই গুরুত্ব দেবে আসা করি। এটার পিছনে সময় নষ্ট করার কোনও মানে হয় না।’’

Advertisement

আরও পড়ুন

গুয়াহাটির মাঠ খারাপ, সেমিফাইনাল পেল কলকাতা

Advertisement

তিনি অবশ্য সবার দেখার উপরই ছাড়তে চাইছেন বিষয়টি। ইউএসএ রেফারিকে সমর্থন করে বুসাকা বলেন, ‘‘আমি দেখেছি গতকাল কী হয়েছিল। কারণ আমরা রোজই সব ম্যাচ রিভিউ করি। আমরা জানি আমরা কী করছি। অজুহাত দেওয়া আমার অভ্যেস নয়। যদি আমরা ভুল করে থাকি তা হলে সেটা মেনে নেব যে খারাপ হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা এই রেফারির গ্রুপের পারফরমেন্সে খুব খুশি। এই প্রতিযোগিতায় ওদের সিদ্ধান্ত নিয়ে আমরা খুশি। এখনও পর্যন্ত কোনও বড় ভুল উঠে আসেনি।’’

আরও পড়ুন

রেফারিই হারিয়ে দিল, বললেন জার্মান কোচ

এর পাশাপাশি ভারতে ফুটবলের চাহিদা দেখে খুশি বুসাকা ভবিষ্যতে রেফারিংয়ে ভারতীয়দের উঠে আসার স্বপ্নের কথাই শুনিয়েছেন। ব্রাজিল-জার্মানি ম্যাচে যুবভারতীর ভর্তি গ্যালারিকে ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে তুলনা করেছেন। বলেন, ‘‘অনূর্ধ্ব-১৭র কোনও প্রতিযোগিতায় এত দর্শক আমি কখনও দেখিনি। এটা থেকেই বোঝা যাচ্ছে ভারতের রক্তে ফুটবল রয়েছে। ওরা প্রমাণ করে দিয়েছে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত। কোনও অভিজ্ঞতা ছাড়াই যে ভাবে ভারতীয় দল খেলেছে সেটাও দেখার মতো।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন