Sports News

হস্তান্তর হয়ে গেল যুবভারতী ক্রীড়াঙ্গন

স্টেডিয়ামের কাজ দেখে খুশি জেভিয়ার সেপ্পি। দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘‘স্টেডিয়ামের কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার ও পিডব্লুডিকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই জানে দু’বছর আগে কী অবস্থায় ছিল যুবভারতী। আর এখন দেখুন স্টেডিয়ামের চেহারাটাই বদলে গিয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ২১:১৬
Share:

ক্রীড়ামন্ত্রীর থেকে দায়িত্ব তুলে নিচ্ছেন টুর্নামেন্ট ডিরেক্টর। ছবি: পিটিআই।

সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনের দায়িত্ব তুলে দেওয়া হল ফিফার হাতে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য গত দেড় বছর বন্ধ ছিল স্টেডিয়াম। কাজ ৯০ শতাংশ শেষ। বাকিটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তার আগে রবিবার রাজ্য সরকারের তরফে ফিফা প্রতিনিধির হাতে তুলে দেওয়া হল যুবভারতী স্টেডিয়াম। ৬ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে মহারণ। ২৮ অক্টোবর পর্যন্ত এই স্টেডিয়ামের মালিক ফিফা। ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস স্টেডিয়ামের দায়িত্ব তুলে দেন টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সেপ্পির হাতে। পরে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত এই স্টেডিয়ামের দায়িত্ব ফিফার।’’

Advertisement

আরও পড়ুন

কোহালিকে থামালেই সাফল্য আসবে: স্মিথ

Advertisement

কোহালিদের জন্য বিমান কিনুক বোর্ড, দাবি কপিলের

স্টেডিয়ামের কাজ দেখে খুশি জেভিয়ার সেপ্পি। দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘‘স্টেডিয়ামের কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার ও পিডব্লুডিকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই জানে দু’বছর আগে কী অবস্থায় ছিল যুবভারতী। আর এখন দেখুন স্টেডিয়ামের চেহারাটাই বদলে গিয়েছে। এখান থেকে আমরা স্টেডিয়ামের দায়িত্ব নিলাম। ২৯ অক্টোবর আবার ফিরিয়ে দেওয়া হবে।’’

শেষ বেলার কাজ চলছে যুবভারতীতে।

যদিও অন্যান্য স্টেডিয়ামের সঙ্গে কোনও তুলনা করতে চাননি সেপ্পি। বরং সবাইকেই সমান জায়গায় রেখেছেন। বলেন, ‘‘ছ’টি স্টেডিয়ামই আমাদের সন্তানের মতো। তার মধ্যে থেকে একটিকে বেছে নেওয়া সহজ নয়। কিন্তু এটা ঠিক যুবভারতীকে বিশেষ নজর দিতেই হবে কারণ এখানে ফাইনাল হবে।’’ যুবভারতীতে ‘ফুল মার্কস’ দিয়েছেন সেপ্পি। গ্রুপ ‘এফ’ এর ম্যাচগুলো হবে কলকাতায়। যেখানে রয়েছে ইংল্যান্ড, মেক্সিকো, ইরাক ও চিলে। ৮ অক্টোবর থেকে শুরু হবে কলকাতা পর্ব। ৩ অক্টোবরের মধ্যে সব দল পৌঁছে যাবে কলকাতায়, বলে জানিয়েছেন টুর্নামেন্টে ডিরেক্টর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন