Football

অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের নতুন দিনক্ষণ জানিয়ে দিল ফিফা 

করোনাভাইরাসের জন্য উদ্ভুত পরিস্থিতিতে একের পর এক টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছে। টোকিয়ো অলিম্পিক্স, ইউরো পিছিয়ে দেওয়া হয়েছে। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপেরও নতুন দিন জানানো হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মে ২০২০ ১৬:৪৫
Share:

আগামী বছর ভারতে হবে অনূর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপ।

অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ হবে আগামী বছর। এই টুর্নামেন্টের নতুন দিনক্ষণ জানিয়ে দিল ফিফা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এ দেশের মাটিতে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের বল গড়ানোর কথা ছিল চলতি বছরের ২ নভেম্বর। ২১ নভেম্বর পর্যন্ত তা চলত।

Advertisement

কিন্তু করোনাভাইরাসের জন্য মহিলা বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার ফিফা জানিয়েছে, আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে মহিলাদের (অনূর্ধ্ব ১৭) বিশ্বকাপ।

আরও পড়ুন: বোলার তাঁকে ভাল বল করলে গালাগাল করেন বিরাট!

Advertisement

করোনাভাইরাসের জন্য উদ্ভুত পরিস্থিতিতে একের পর এক টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছে। টোকিয়ো অলিম্পিক্স, ইউরো পিছিয়ে দেওয়া হয়েছে। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপেরও নতুন দিন জানানো হল। নভি মুম্বই, গুয়াহাটি, আমদাবাদ, কলকাতা ও ভুবনেশ্বর—দেশের এই পাঁচটি শহরে হবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ।

এ দিকে মহিলাদের অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের আয়োজন করছে কোস্তা রিকা ও পানামা। আগের সূচি অনুযায়ী, অগস্ট-সেপ্টেম্বর-এ হওয়ার কথা ছিল অনূর্ধ্ব ২০ মহিলাদের বিশ্বকাপ। সূচি পরিবর্তনের ফলে তা হবে আগামী বছরের ২০ জানুযারি-৬ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement