শেষ পর্যন্ত সাসেক্সে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর

একটা সময় মনে হয়েছিল সাসেক্সের হয়ে খেলাই হবে না। টানা ক্রিকেটে রীতিমতো ক্লান্ত বাংলাদেশের কাটার মাস্টারের সাসেক্সের হয়ে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চায়নি বেশি ক্রিকেট খেলে মুস্তাফিজুরের ক্রিকেট জীবন কমে যাক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ২০:৫৭
Share:

একটা সময় মনে হয়েছিল সাসেক্সের হয়ে খেলাই হবে না। টানা ক্রিকেটে রীতিমতো ক্লান্ত বাংলাদেশের কাটার মাস্টারের সাসেক্সের হয়ে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চায়নি বেশি ক্রিকেট খেলে মুস্তাফিজুরের ক্রিকেট জীবন কমে যাক। তাই এতদিন অপেক্ষা করেছিল বিসিবি। বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে এতদিন ছিলেন তিনি। আইপিএল খেলে দেশে ফেরার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলতে পারেননি তিনি। চিকিৎসা ও বিশ্রামের পর এখন আবার ক্রিকেটে ফিরতে চলেছেন মুস্তাফিজুর। বিসিবির তরফে জালাল ইউনুস বলেন, ‘‘আমাদের মেডিক্যাল টিমের রিপোর্ট অনুযায়ী মুস্তাফিজুরের শারীরিক অবস্থা বেশ ভাল জায়গায় রয়েছে। অনুশীলনেও ভাল করছে। আশা করছি ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে।’’ সময় মতো ভিসা পেয়ে গেলে ১৩ জুলাই ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা মুস্তাফিজুরের।

Advertisement

এশিয়া কাপের শেষের দিকে চোট পেয়েছিলেন। ফিরেছিলেন টি২০ বিশ্বকাপের মূল পর্বে। তার পর আইপিএল-এ সাফল্যের সঙ্গে খেলে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করা। ১৬টি ম্যাচে ১৭টি উইকেট নিয়ে আইপিএল শেষে দেশে ফিরে দীর্ঘ বিশ্রামের পর আবার ফিরতে চলেছেন মুস্তাফিজুর। এবরা সরাসরি কাউন্টিতে। মুস্তাফিজুরের প্রথম ম্যাচ হতে পারে ১৫ জুলাই হ্যামশায়ারের বিরুদ্ধে। রয়্যাল লন্ডন ওয়ান-ডে কাপ আরও চারটি ম্যাচ খেলার সম্ভবনা রয়েছে মুস্তাফিজুরের। এই মুহূর্তে সাউথ গ্রুপে চতুর্থ স্থানে। ন্যাট ওয়েস্ট টি২০ ব্লাস্টে শীর্ষে থাকা গ্ল্যামারগনের থেকে তিন পয়েন্ট পিছনে রয়েছে সাসেক্স। মুস্তাফিজুরের সাসেক্সে যোগ কতটা বদলাতে পারে দলের অবস্থা এখন সেটাই দেখার।

আরও খবর

Advertisement

কুম্বলের সংস্থার শেয়ার আগেই ছেড়েছিলেন লক্ষ্মণ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন