Footballers Hospitalised

ম্যাচ হেরে ফেরার পথে বিপত্তি! হাসপাতালে ভর্তি করাতে হল ফুটবল দলের ২১ সদস্যকে

ম্যাচ হেরে অবনমনের আশঙ্কা তো ছিলই, তার সঙ্গে জুড়ল অন্য বিপত্তি। ইটালির এক ফুটবল দলের ২১ সদস্যকে ভর্তি করাতে হল হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৩:৪৪
Share:

ফুটবল দলে বিপত্তি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দুঃস্বপ্নের রাত ইটালির ফুটবল ক্লাব সালেরনিতানার। ম্যাচ হেরে অবনমনের আশঙ্কা তো ছিলই, তার সঙ্গে জুড়ল অন্য বিপত্তি। তাদের দলের ২১ সদস্যকে ভর্তি করাতে হল হাসপাতালে। সেই তালিকায় আট ফুটবলার ও ১৩ জন সাপোর্ট স্টাফ রয়েছেন। জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়েন তাঁরা।

Advertisement

সাম্পদোরিয়ার বিরুদ্ধে সিরি বি লিগের ম্যাচে নেমেছিল সালেরনিতানা। ০-২ গোলে হারে তারা। এই হারের ফলে অবনমনের সামনে তারা। খেলা শেষে শহরে ফিরছিল তারা। বিমানেই ফুটবলার ও সাপোর্ট স্টাফদের পেটে ব্যখা শুরু হয়। সঙ্গে বমিও হয়। ফলে দেরি না করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ক্লাব। বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল চারটে অ্যাম্বুল্যান্স। ফুটবলারেরা নামতেই তাতে করে ২১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, খেলা শেষে হোটেলে ফিরেছিল দল। সেখান থেকে বিমানবন্দরে যায় তারা। তার আগে ফুটবলারেরা হোটেল থেকে খাবার সঙ্গে নিয়ে নেন। সেই খাবার খেয়েই সমস্যা শুরু হয়। তবে স্বস্তির খবর যে ২১ জনই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখন ভাল রয়েছেন তাঁরা। কিন্তু এখনই মাঠে নামতে পারবেন না তাঁরা। তাই ক্লাব আয়োজকদের জানিয়েছে, তাদের পরের ম্যাচ বাতিল করতে। সেই আবেদন মেনে নিয়েছে সিরি বি।

Advertisement

এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। যে হোটেলে দল ছিল সেখানে যান পুলিশ। সেখান থেকে জানানো হয়েছে, দলের পুষ্টিবিদ যে ভাবে খাবার তৈরি করতে বলেছিলেন, সে ভাবেই খাবার বানানো হয়েছিল। তা হলে কী ভাবে খাদ্যে বিষক্রিয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও বিষয় রয়েছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement