Lionel Messi

স্ত্রীর বার্তা, বার্সায় ফিরে চলো মেসি

স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, পুরনো অভিমান দূরে সরিয়ে ক্যাম্প ন্যুতে লিয়োর ফিরে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। এবং মেসির বার্সায় ফেরার সম্ভাবনা আরও উস্কে দিয়েছেন তাঁর স্ত্রী আন্তোনেলা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ০৯:৪১
Share:

ত্রয়ী: আন্তোনেলা এবং পুত্রদের সঙ্গে মেসিকে কি ফের ক্যাম্প ন্যুতে দেখা যাবে? সেই প্রতীক্ষায় এখন বার্সেলোনার সমর্থকেরা।  —ফাইল চিত্র।

একরাশ তিক্ততা নিয়ে প্যারিস অধ্যায়ে সমাপ্তি। লিয়োনেল মেসি কি আবারও ফিরতে চলেছেন তাঁর প্রিয় ক্লাব বার্সেলোনায়?

Advertisement

স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, পুরনো অভিমান দূরে সরিয়ে ক্যাম্প ন্যুতে লিয়োর ফিরে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। এবং আর্জেন্টিনীয় মহাতারকার বার্সায় ফেরার সম্ভাবনা আরও উস্কে দিয়েছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। তিনি নিজের সমাজমাধ্যমে বার্সেলোনার পরিচিত জার্সিতে মেসির ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘বাড়ি ফিরে চলো।’’ যে বার্তা দেখে সকলেই মনে করছেন, ক্যাম্প ন্যুতে ফেরার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন মেসি।

গত সপ্তাহেই মেসির বাবা হর্হে দেখা করতে গিয়েছিলেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার বাড়িতে। সেখানে তাঁদের দীর্ঘসময় কথাবার্তা হয়। স্পেনের সংবাদমাধ্যমের খবর, সেই আলোচনা ইতিবাচক হয়েছে। ছেলের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন হর্হে-ও। আর্জেন্টিনার এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘লিয়ো আবার এই ক্লাবে ফিরতে চায়। তা নিয়েই কথাবার্তা হয়েছে প্রেসিডেন্টের সঙ্গে। তার বেশি কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়।’’

Advertisement

তবে মেসির বাবা এটা জানাতে ভোলেননি, প্যারিস সঁ জরমেঁর এক অংশের দর্শক পুরো মরসুম জুড়ে যে ভাবে তাঁর ছেলেকে ক্রমাগত বিদ্রুপ করে গিয়েছেন, তা মন থেকে মেনে নিতে পারেননি লিয়ো। তিনি বলেছেন, ‘‘লিয়োকে সবচেয়ে আঘাত করছে পিএসজি সমর্থকদের নিম্নরুচির বিদ্রুপ। যে কারণে মানসিক ভাবে ও খুব আঘাত পেয়েছে।’’ তিনি যোগ করেন, ‘‘সচরাচর ছেলে দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে খুব একটা মাথা ঘামায় না। কিন্তু পিএসজির এক শ্রেণির দর্শক যে ভাবে ওকে ক্রমাগত অপমান করে গিয়েছে, তা মুখ বন্ধ করে মেনে নিতে লিয়ো আর রাজি নয়। প্রায় পুরো মরসুম জুড়ে ওর সঙ্গে এমন দুর্ব্যবহার করা হয়েছে। আমিও চাই না, লিয়ো এমন এক অস্বাস্থ্যকর পরিবেশে পরিবারনিয়ে থাকুক।’’

হর্হে জানিয়েছেন, লিয়ো নাকি তাঁকে এমনও বলেছেন যে, গত দু’বছর ধরে তাঁকে প্রায় বন্দিদের মতো জীবন কাটাতে হয়েছে, স্ত্রী আন্তোনেলা এবং তিন পুত্রের কাছে অসহনীয় হয়ে উঠেছিল। হর্হের কথায়, ‘‘প্যারিসে প্রথম চার মাস লিয়োর কেটেছে এক হোটেলে। একটা ঘরে স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে সময় কাটানো যে কতটা যন্ত্রণাদায়ক, সেটা আমিও অনুভব করেছি। আমার সামনেই ছেলে মানসিক ভাবে ক্লান্ত হয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। এর পরে প্যারিসে থাকা অর্থহীন। ওর বন্দিদশা আমিও মেনে নিতে পারিনি।’’

তা হলে মেসি কবে ফিরবেন বার্সায়? হর্হে জানিয়েছেন, এখন লিয়ো জাতীয় দলের সঙ্গে যাবেন চিন সফরে আর্জেন্টিনার হয়ে খেলতে। তার পরে ফিরতে পারেন বার্সেলোনায়। ‘‘ওর কাছে আর্জেন্টিনা বরাবর সর্বোচ্চ প্রাধান্য পেয়েছে। দেশের জার্সিতে আবার মাঠে নামার জন্য উন্মুখ হয়ে রয়েছে। সেই সফরের পরে বাকি বিষয় নিয়ে কথা হবে।’’

আর্জেন্টিনা দলের কোচ লিয়োনেল স্কালোনি অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন লিয়োর বার্সায় ফেরার সম্ভাবনার খবরে। তিনি বলেছেন, ‘‘এটা নিয়ে আমার সঙ্গে লিয়োর কোনও ধরনের কথাবার্তা হয়নি। চিনে ওর সঙ্গে দেখা হলে আলোচনা হতে পারে। তবে আমি মনে করি, মেসি আবার বার্সেলোনার হয়ে খেললেই সবচেয়ে ভাল হবে। ও মনের শান্তিতে ফুটবলটা খেলতে পারবে।’’

এ দিকে, হর্হের সঙ্গে প্রাথমিক কথাবার্তার পরে সমর্থকদের ভিড় জমেছে প্রেসিডেন্ট লাপোর্তার বাড়ির সামনে। মঙ্গলবার তিনি ভক্তদের সঙ্গে কথাও বলেন। জনৈক খুদে ভক্ত লাপোর্তাকে প্রশ্ন করে, ‘‘আপনি মেসিকে ক্লাবে ফেরাতে কতটা তৈরি রয়েছেন?’’ লাপোর্তা জবাব দেন, ‘‘ওর জন্য আমাদের ক্লাবের দরজা চিরকাল খোলা ছিল, থাকবেও। আমরাও আলোচনা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন