Lionel Messi

রবিতে মুম্বইয়ে মেসির একগুচ্ছ অনুষ্ঠান, কলকাতায় সৌরভ-সাক্ষাৎ না হলেও দেখা হতে পারে সচিন, ধোনি, রোহিত, সুনীলের সঙ্গে, খেলা শেখাবেন খুদেদের

রবিবার ব্যক্তিগত বিমানে হায়দরাবাদ থেকে মুম্বইয়ে যাবেন লিয়োনেল মেসি। কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা না হলেও মুম্বইয়ে সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা হতে পারে তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:০০
Share:

লিয়োনেল মেসি। ছবি: পিটিআই।

কলকাতায় বিশৃঙ্খলার পর নির্দিষ্ট সূচি অনুযায়ী চলছে লিয়োনেল মেসির ভারত সফর। রবিবার সফরের দ্বিতীয় দিন লিয়োর একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুম্বইয়ে। মেসির সঙ্গে ব্যস্ত দিন কাটাবেন তাঁর দুই সতীর্থ এবং সফরসঙ্গী লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল।

Advertisement

রবিবার ব্যক্তিগত বিমানে হায়দরাবাদ থেকে মুম্বইয়ে যাবেন মেসি। কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা না হলেও মুম্বইয়ে সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা হতে পারে মেসির। সূচি অনুযায়ী, রবিবার দুপুর ৩.৩০টে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় যাবেন মেসি। সেখানে বিকাল ৪.৩০ মিনিটে ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন তেন্ডুলকর। থাকতে পারেন শাহরুখ খানও।

বিকাল ৫টায় মেসি যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রাত ৮টা পর্যন্ত ওয়াংখেড়েতে থাকার কথা মেসির। সেখানে প্রথমে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। তার পর খ্যাতনামীদের ফুটবল ম্যাচ রয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর থাকার কথা। আরও অনেক খ্যাতনামী থাকবেন। মেসি নিজে ফুটবল খেলবেন কি না তা স্পষ্ট নয়। ১৫ মিনিটের প্রথমার্ধের পর ১০ মিনিটের সঙ্গীতানুষ্ঠান রয়েছে। তার পর ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা।

Advertisement

খেলা শেষ হওয়ার পর পুরস্কার দেবেন মেসি। ১০ মিনিটের পেনাল্টি শুটে অংশ নিতে পারেন মেসি, সুয়ারেজ এবং ডি’পল। এর পর ওয়াংখেড়েতে খুদেদের নিয়ে ৩০ মিনিটের একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। ৬০ জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট মহাদেব’।

ওয়াংখেড়ের অনুষ্ঠান দেখতে পাবেন সাধারণ মানুষ। দুপুর ২টোর মধ্যে তাঁদের স্টেডিয়ামে ঢুকে পড়তে হবে। টিকিটের দাম ৮৮৫০ টাকা থেকে ১৪৭৫০ টাকা। টেলিভিশনেও সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। কলকাতার বিশৃঙ্খলার কথা মাথায় রেখে মুম্বই পুলিশ মেসির অনুষ্ঠানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। নির্দিষ্ট অনুমতিপত্র ছাড়া কাউকে মেসির ধারে কাছেও যেতে দেওয়া হবে না।

এর পর রয়েছে একটি চ্যারিটি ফ্যাশন শো। জন আব্রাহাম, করিনা কপূর খান, জ্যাকি শ্রফের মতো বলিউডের তারকাদের দেখা যাবে সেই অনুষ্ঠানে। শোনা যাচ্ছে, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনিও থাকতে পারেন। কাতার বিশ্বকাপে মেসির একটি স্মারকের নিলাম হওয়ার কথা। এই অনুষ্ঠানটিতে অবশ্য সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement