Australia qualifies for World Cup

বিশ্বকাপ ফুটবলের টিকিট পেল আরও এক দেশ, সব মিলিয়ে যোগ‍্যতা অর্জন করল ১৩টি দল, বাকি রইল ৩৫টি

ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল অস্ট্রেলিয়া। সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তারা। বিশ্বকাপ থেকে এক পয়েন্ট দূরে উরুগুয়ে এবং প্যারাগুয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১১:২৩
Share:

বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর উল্লাস অস্ট্রেলিয়ার ফুটবলারদের। ছবি: সমাজমাধ্যম।

ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল অস্ট্রেলিয়া। মঙ্গলবার জেড্ডায় সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তারা। বিশ্বকাপে খেলা থেকে আর পয়েন্ট দূরে উরুগুয়ে এবং প্যারাগুয়ে। এ দিকে, সেনেগালের কাছে হেরে ঘরের মাঠে বিদ্রুপের শিকার হ্যারি কেনের ইংল্যান্ড।

Advertisement

এই নিয়ে টানা ছ’বার ফুটবল বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। সৌদি আরবের আব্দুল রহমান আলোবুদ গোল করে দেশকে এগিয়ে দিলেও ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়া। কনর মেটকাফে এবং মিচ ডিউক অস্ট্রেলিয়ার জয় এবং বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেন।

লাতিন আমেরিকা থেকে প্রথম ছ’টি দেশ সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম দেশ খেলবে অন্তর্মহাদেশীয় প্লে-অফ। যোগ্যতা অর্জন পর্বে সব দেশেরই আর দু’টি করে ম্যাচ বাকি। সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলা শেষ দু’টি ম্যাচে জিতলেও ২৪ পয়েন্টের বেশি এগোতে পারবে না। চারে থাকা উরুগুয়ে এবং পাঁচে থাকা প্যারাগুয়ে, দুই দেশেরই ২৪ পয়েন্ট। ফলে আর এক পয়েন্ট পেলেই তারা বিশ্বকাপে খেলতে পারবে। উরুগুয়ে এ দিন ২-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। ব্রাজিলের কাছে ০-১ গোলে হেরেছে প্যারাগুয়ে।

Advertisement

এ দিকে, ঘরের মাঠে সেনেগালের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড। সাত মিনিটে হ্যারি কেনের গোলে এগিয়েও যায় তারা। কিন্তু সেনেগাল যে ঘুরে দাঁড়াবে তা কেউই ভাবতে পারেননি। ইসমাইলা সার, হাবিব দিয়ারা এবং চেখ সাবালি গোল করে সেনেগালের জয় নিশ্চিত করেন। ম্যাচের পর হ্যারি বলেছেন, “আমরা এখনই ভয় পাচ্ছি না। তবে অনেক অনেক ভাল খেলতে হবে। আগ্রাসী খেলা ফিরিয়ে আনতে হবে।”

ইউরোপে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে নেদারল্যান্ডস ৮-০ হারিয়েছে মাল্টাকে। ফিনল্যান্ড ২-১ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। বেলজিয়াম ৪-৩ গোলে হারিয়েছে ওয়েলসকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement