রবার্ট লেয়নডস্কি। ছবি: রয়টার্স।
লা লিগায় ডেপোরটিভো আলাভেসকে হারিয়ে দিল বার্সেলোনা। ১-০ গোলে জিতে লিগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে প্রায় ছুঁয়ে ফেলল তারা। দুই দলের ব্যবধান এখন মাত্র চার পয়েন্টের। তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।
৬১ মিনিটে বার্সেলোনার হয়ে গোল করেন রবার্ট লেয়নডস্কি। তাঁর সেই গোলেই ঘরের মাঠে জয় পেল বার্সেলোনা। শনিবার রিয়াল মাদ্রিদ হেরে গিয়েছিল এস্প্যানিয়োলের বিরুদ্ধে। যে কারণে বার্সেলোনা জিতে ব্যবধান কমিয়ে ফেলল। রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা এখনও পর্যন্ত ২২টি করে ম্যাচ খেলেছে। রিয়াল পেয়েছে ৪৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো ৪৮ পয়েন্ট পেয়েছে। বার্সেলোনা তাদের পিছনে রয়েছে ৪৫ পয়েন্ট নিয়ে। লিগ জয়ের লড়াই এখন এই তিন দলের মধ্যে।
গোল করে দলকে জিতিয়ে লেয়নডস্কি বলেন, “এই ম্যাচটা আমাদের জিততেই হত। জয়টা প্রয়োজন ছিল। লিগে আমরা ইতিমধ্যেই অনেক পয়েন্ট নষ্ট করেছি।” শেষ আটটি ম্যাচে সাত গোল করেছেন তিনি। আলাভেসের বিরুদ্ধে লামিনে ইয়ামাল ভলি মেরেছিলেন গোল লক্ষ্য করে। সেটা বিপক্ষের ডিফেন্ডারের গায়ে লাগে। ফিরতি বলে জোরালো শটে গোল করেন লেয়নডস্কি। শেষ তিন ম্যাচে ১৪টি গোল করেছে বার্সেলোনা। এর মধ্যে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে জিতেছিল তারা। লেয়নডস্কি বলেন, “সব ম্যাচে তিন, চার বা পাঁচ গোল করা সম্ভব হয় না। আমাদের ধৈর্য ধরতে হবে। বিপক্ষের থেকে একটা গোল বেশি করাই লক্ষ্য।”
লা লিগায় বার্সেলোনার পরের ম্যাচ সেভিয়ার বিরুদ্ধে। আগামী রবিবার রাতে মুখোমুখি হবে দুই দল। তার আগে যদিও কোপা ডেল রে-র কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলবে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে হবে সেই ম্যাচ।