Brazil vs England

বিস্ময় বালকের গোলে স্মরণীয় জয় ব্রাজিলের

ইংল্যান্ডের বিরুদ্ধে জালে বল জড়ানোর সঙ্গে সঙ্গে ওয়েম্বলিতে ব্রাজিলের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার নজির গড়লেন এনদ্রিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৪ ০৭:৫৪
Share:

উল্লাস: গোলের পরে এনড্রিকে। শনিবার ওয়েম্বলীতে। ছবি: রয়টার্স।

বিশ্বফুটবলে নতুন তারার উদয়। তিনি, ১৭ বছর ২৪৬ দিন বয়সি ব্রাজিলের বিস্ময় বালক এনদ্রিক ফিলিপে সৌসা। শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে তাঁর গোলেই ১৫ বছর পরে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল। স্মরণীয় হয়ে থাকল কোচ দারিভাল জুনিয়রের অভিষেকও।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে জালে বল জড়ানোর সঙ্গে সঙ্গে ওয়েম্বলিতে ব্রাজিলের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার নজির গড়লেন এনদ্রিকে। তাঁর খেলায় কিংবদন্তি রোমারিয়োর ছায়া দেখছেন ইংল্যান্ড জাতীয় দলের প্রাক্তন ফুটবলার জো কোল। এনদ্রিকের উত্থান পামেইরাসের যুব দল থেকে। ১১ বছর বয়সে ফুটবল শুরু তাঁর। দু’বছর আগে ফ্রান্সের মন্টেগুর একটি প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৬ ব্রাজিলের হয়ে খেলার সময় নজর কাড়েন এনদ্রিক। পাঁচটি গোল করে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি। সেই বছরই অক্টোবরে পামেইরাসের মূল দলে সুযোগ পান।

৭০ মিনিটে রদ্রিগোকে তুলে এনদ্রিক-কে নামান দারিভাল। দশ মিনিটের মধ্যেই তিনি গোল করেন। ভিনিসিয়াসের শট ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড আটকালেও বল চলে যায় পাশে থাকা এনদ্রিকের কাছে। গোল করতে ভুল করেননি এনদ্রিক।

Advertisement

নজির গড়লেন জার্মানির ফ্লোরিয়ান উইটজ়-ও। ফ্রান্সের বিরুদ্ধে ৭ সেকেন্ডে গোল করেন তিনি। টপকে যান কিংবদন্তি পূর্বসূরি লুকাস পোডলস্কিকে। ২০১৩ সালে ইকুয়েডরের বিরুদ্ধে ৯ সেকেন্ডে গোল করেছিলেন পোডলস্কি। ৪৯ মিনিটে জার্মানিকে ২-০ করেন কাই হাভার্ৎস। ঘুরে দাঁড়াতে পারেনি ফ্রান্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন