Chelsea

শেষ মুহূর্তে জয় চেলসির, ড্র লিভারপুলের

দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন চিলওয়েল ৭৬ মিনিটে গোল করে। কাঙ্ক্ষিত গোল আসে ৮৮ মিনিটে। জার্মান তারকা কাই হাভার্ৎজ়। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে  পাঁচ  নম্বরে উঠে এল চেলসি।

Advertisement
কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ০৯:৩৪
Share:

উৎসব: গোলের পরে সতীর্থদের অভিনন্দন হাভার্ৎজ়কে। রয়টার্স

ইপিএল

Advertisement

এভার্টন ০ লিভারপুল ০

চেলসি ২ ওয়েস্ট হ্যাম ১

Advertisement

টটেনহ্যাম ২ ফুলহ্যাম ১

নিজস্ব প্রতিবেদন

শনিবার দিনটা বিষাদ এবং আনন্দের হয়ে রইল দুই ম্যানেজারের কাছে। প্রথম জনের নাম য়ুর্গেন ক্লপ, দ্বিতীয় জন টমাস টুহল। বরং দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে তৃপ্তির হাসি ফুটে উঠল আন্তোনিয়ো কন্তের মুখে।

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের এভার্টন পয়েন্ট টেবলে চোদ্দো নম্বরে রয়েছে। কিন্তু ঘরের মাঠে তারাই এ দিন আটকে দেয় লিভারপুলকে। চলতি ইপিএলে মোটেও ছন্দে না থাকা ক্লপের দলের ফুটবলে এ দিনও দেখা গেল না কোনও আক্রমণের ছোঁয়া। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকা লিভারপুল দলের ম্যানেজার ক্লপ ম্যাচের পরে বলে গেলেন, “এই ফুটবল আমাদের দলের থেকে সমর্থকেরা আশা করেন না।’’ বরং ঘরের মাঠে মূল্যবান জয় ছিনিয়ে নিয়ে চেলসি যেমন ফিরে এল লড়াইয়ে, তেমনই নিজের অবস্থান যেন কিছুটা শক্তপোক্ত হল টুহলের। চেলসি এ দিন ২-১ হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। ৬২ মিনিটে আন্তোনিয়োর গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন চিলওয়েল ৭৬ মিনিটে গোল করে। কাঙ্ক্ষিত গোল আসে ৮৮ মিনিটে। জার্মান তারকা কাই হাভার্ৎজ়। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এল চেলসি। টটেনহ্যাম ২-১ হারাল ফুলহ্যামকে। ড্র করেছে ম্যান সিটিও। স্টিভন জেরারের অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচ শেষ হয় ১-১। আর্লিং হালান্ড এগিয়ে দেন ম্যান সিটিকে। ৭৪ মিনিটে ম্যাচে সমতা ফেরান বেইলি। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে ম্যান সিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন