East Bengal

হায়দরাবাদকে হারিয়ে চমক দেওয়ার অপেক্ষায় ক্লেটনরা

বৃহস্পতিবার হায়দরাবাদ এফসি ম্যাচের উপরে অনেকটাই নির্ভর করছে ক্লেটন সিলভাদের ভাগ্য। প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছিল ইস্টবেঙ্গল। তৃতীয় স্থানে ইস্টবেঙ্গল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ০৬:৪২
Share:

মহড়া: হায়দরাবাদ ম্যাচের প্রস্তুতি ইস্টবেঙ্গলে।  ছবি: ইস্টবেঙ্গল।

সুপার কাপের শেষ চারে উঠে ইস্টবেঙ্গল কি পারবে আইএসএলের ব্যর্থতা ভুলতে? আজ, বৃহস্পতিবার হায়দরাবাদ এফসি ম্যাচের উপরে অনেকটাই নির্ভর করছে ক্লেটন সিলভাদের ভাগ্য।

Advertisement

প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছিল ইস্টবেঙ্গল। একই দিনে হায়দরাবাদ ২-১ গোলে হারায় আইজ়ল এফসিকে। তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ স্থানে এখন নিজ়ামের শহরের ক্লাব। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ওড়িশা এবং ইস্টবেঙ্গল। দু’দলেরই সংগ্রহে এক পয়েন্ট। প্রতিটি গ্রুপের সেরা দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে। ফলে মশালবাহিনীর সামনে শেষ চারে ওঠার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। হায়দরাবাদকে হারালে দুই ম্যাচে চার পয়েন্ট হবে ইস্টবেঙ্গলের। ওড়িশার সামনেও চার পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে। লাল-হলুদ শেষ ম্যাচ খেলবে আইজ়লের বিরুদ্ধে। ওড়িশা মুখোমুখি হবে হায়দরাবাদের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার যে কোনও মূল্যে জিততে মরিয়া জাক জার্ভিসরা। বুধবার বিকেলে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করান কোচ স্টিভন কনস্ট্যান্টাইন।

আইএসএলে এই মরসুমে হায়দরাবাদের কাছে দু’টি ম্যাচেই ০-২ গোলে হেরেছিল ইস্টবেঙ্গল। কেরলের মঞ্জেরিতে সুপার কাপে কি ছবিটা বদলাবে? হায়দরাবাদ ম্যাচের আগে ক্লেটন বললেন, ‘‘আগের ম্যাচে শুরুটা আমরা প্রত্যাশা অনুযায়ী করতে পারিনি। দ্বিতীয়ার্ধে খুবই ভাল খেলেছিলাম। তবে গুণগত মানে হায়দরাবাদ এগিয়ে ওড়িশার চেয়ে।’’

Advertisement

আইএসএলের দুই পর্বে হায়দরাবাদের কাছে হারের দুঃখ এখনও ভোলেননি ক্লেটন। বলছিলেন, ‘‘আইএসএলের দু’টো ম্যাচেই ওদের কাছে হেরে গিয়েছিলাম। আমি মনে করি, এটাই আমাদের ভাল খেলতে উদ্বুদ্ধ করবে। ওদের হারিয়ে চমকে দেওয়াই লক্ষ্য থাকবে আমাদের।’’

সুপার কাপের পরেই স্টিভন বিদায় নেবেন। হায়দরাবাদের কোচ হিসেবে মানুয়েলেরও এটাই শেষ প্রতিযোগিতা। আগামী মরসুমে যাবেন এফসি গোয়াতে। সাংবাদিক বৈঠকে এ দিন মানুয়েল বলেছেন, ‘‘এখন শুধু ইস্টবেঙ্গল ম্যাচেই মনোনিবেশ করছি। ফুটবলাররা সকলেই পেশাদার। আলাদা করে উদ্বুদ্ধ করার কোনও প্রয়োজন নেই।’’

সুপার কাপে চূড়ান্ত অব্যবস্থার শিকার এ বার এটিকে-মোহনবাগানও। এ দিন লিস্টন কোলাসোরা কোঝিকোড় মেডিক্যাল কলেজের মাঠে অনুশীলন করে অন্ধকারের মধ্যে দীর্ঘ পথ হেঁটে টিম বাসে ওঠেন। কিন্তু ঠিক মতো প্রস্তুতিই নিতে পারছেন না তাঁরা। শোনা যাচ্ছে আগামী মরসুমে সবুজ-মেরুন জার্সি পরে খেলার সম্ভাবনা ক্রমশ বাড়ছে অস্ট্রেলিয়ার জেসন কামিংসের।

বুধবার সুপার কাপে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে ২-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে শ্রীনিধি ডেকান এফসি। অন্য ম্যাচে বেঙ্গালুরু এফসি ২-০ হারিয়েছে রাউন্ডগ্লাস পঞ্জাবকে।

বৃহস্পতিবার সুপার কাপে: ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি (রাত ৮.৩০, সোনিস্পোর্টস টু চ্যানেলে)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন