Cristiano Ronaldo

সৌদির ক্লাবে খেলেই অবসরে রোনাল্ডো! নতুন ক্লাবের জার্সি পরে আরবি ভাষায় জবাব দিলেন সিআর৭

সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলেই কি অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? নতুন ক্লাবের জার্সি পরে তার জবাব দিলেন তিনি। কী বললেন সিআর৭?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১৪:১১
Share:

সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নতুন ক্লাবের জার্সি পরে আত্মপ্রকাশ হল তাঁর। ছবি: রয়টার্স

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করার পরেই জল্পনা শুরু হয়েছিল, তবে কি এই ক্লাবে খেলেই অবসর নেবেন পর্তুগিজ তারকা? তার জবাব দিলেন রোনাল্ডো। নতুন ক্লাবের জার্সি পরে সমর্থকদের সামনে আত্মপ্রকাশের পরেই একেবারে আরবি ভাষায় তিনি জানিয়ে দিলেন, এশিয়ায় খেলতে এসেছেন মানেই তাঁর কেরিয়ার শেষ নয়। ইউরোপের বেশ কিছু ক্লাবের প্রস্তাব ফিরিয়ে আল নাসেরে সই করেছেন তিনি। কারণ, তিনি চেয়েছিলেন সৌদির ক্লাবে খেলতে।

Advertisement

নতুন ক্লাবের হয়ে প্রথম সাংবাদিক বৈঠকে রোনাল্ডো বলেছেন, ‘‘অনেকে অনেক পরামর্শ দেয়। কিন্তু তারা ফুটবলের কিচ্ছু বোঝে না। এখন ফুটবল অনেক বদলে গিয়েছে। বিশ্বকাপেই আমরা সেটা দেখেছি। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে একমাত্র সৌদি আরব হারিয়েছে। দক্ষিণ কোরিয়া, মরক্কোও সেটা দেখিয়েছে। এখন কোনও দলকে হারানো সহজ নয়। ফুটবলের বিবর্তন হয়েছে। তাই আমি সৌদির ক্লাবে খেলতে চেয়েছিলাম। এখানকার ফুটবলের জন্য কিছু করতে চেয়েছিলাম। সেই কারণেই আল নাসেরে সই করেছি।’’

স্পোর্টিং লিসবন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে আল নাসেরে সই করলেও এটাই তাঁর শেষ ক্লাব নয় বলে জানিয়েছেন রোনাল্ডো। তিনি বলেছেন, ‘‘এটা আমার কেরিয়ারের শেষ নয়। আমি একটা বদল চেয়েছিলাম। সত্যি বলতে, কে কী বলছে তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি। এখানে খেলতে এসে খুব খুশি। সৌদির লিগ যথেষ্ট কঠিন। কারণ, আমি অনেকগুলো ম্যাচ দেখেছি। সেটাও অনেকে জানে না।’’

Advertisement

ম্যান ইউর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পরে বিশ্বের অনেক দেশের ক্লাব তাঁকে সই করাতে চেয়েছিল বলে জানিয়েছেন রোনাল্ডো। তালিকায় তাঁর দেশের ক্লাবও ছিল। কিন্তু তার পরেও এশিয়ায় পা রেখেছেন তিনি। রোনাল্ডো বলেছেন, ‘‘আমি খেলতে চাই। খেলা উপভোগ করতে চাই। ইউরোপ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আমেরিকা, এমনকি পর্তুগালের ক্লাব থেকেও আমি প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি আল নাসেরে সই করেছি। আমার যা অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে এই ক্লাবের ও সৌদির ফুটবলের উন্নতি করতে চাই। সেটা আমার আরও একটা লক্ষ্য।’’

রোনাল্ডোর সঙ্গে সৌদিতে এসেছে তাঁর পরিবারও। বান্ধবী জর্জিনা ও সন্তানদের নিয়ে ক্লাবের স্টেডিয়ামে এসেছিলেন তিনি। রোনাল্ডোকে দেখতে ভিড় জমেছিল স্টেডিয়ামে। সেখানে তাঁকে যথেষ্ট খুশি দেখাচ্ছিল। সঞ্চালিকার অনুরোধে আরবি ভাষাতেও কথা বলেন সিআর৭।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন